'আমরা যোগ্য দল হিসেবে জিতেছি'
সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো জিতে রিয়াল মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গিয়েছে বার্সেলোনা। পিছিয়ে পড়েও চির প্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে জাভির দল।
লা লিগার শিরোপা ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছে বার্সার এই জয়ের মাধ্যমে। ১১ ম্যাচ বাকি থাকতে রিয়ালের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থাকা কাতালানদের জন্য শিরোপা না জেতাটাই বেশি কঠিন কাজ হবে।
জয়ের পর বার্সা কোচ জাভির উচ্ছ্বাস দেখা গেলেও তিনি এখনো শিরোপা জেতা নিয়ে কিছু বলতে রাজি নন, 'আরো অনেক গুলো ম্যাচ বাকি। এখনই শিরোপা জিতে যাইনি আমরা। আমাদেরকে এভাবেই পারফর্ম করে যেতে হবে।'
তবে এই ম্যাচ বার্সা যোগ্যতর দল হিসেবেই জিতেছে বলেও মন্তব্য করেছেন জাভি, 'আমরা যোগ্য দল হিসেবেই জিতেছি। এটি আমাদের খেলোয়াড়দের জন্য আত্মবিশ্বাস যোগাবে।'
উল্লেখ্য, বার্সেলোনার ইউরোপিয়ান ফুটবলে এই মৌসুমে আর খেলা হচ্ছে না। কোপা দেল রে এবং লা লিগাই এখন সম্বল কাতালান ক্লাবটির জন্য।
কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়ালকে ১-০ গোল হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে জাভির দল। ঘটনাবহুল মৌসুমে এই দুটি শিরোপা জিতলেও সেটি বার্সার জন্য অসাধারণ এক অর্জনই হবে।