সাম্প্রতিক মার্কিন ব্যাংকিং সংকটে অর্ধেক অর্থ হারানোর দাবি অভিনেত্রী শ্যারন স্টোনের
অভিনেত্রী শ্যারন স্টোন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘটে যাওয়া ব্যাংকিং সংকটের কারণে তিন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। খবর এনডিটিভি'র।
গত বৃহস্পতিবার (১৬ মার্চ) উমেনস ক্যান্সার রিসার্চ ফান্ডস-এর অ্যান আনফরগেটেবল ইভিনিং শীর্ষক এক অর্থ উত্তোলন অনুষ্ঠানে কারেজ অ্যাওয়ার্ড গ্রহণ করেন বেসিক ইন্সটিংক্ট-এর এ অভিনেত্রী।
ওই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সবাইকে ক্যান্সারের চিকিৎসার দাতব্য সংস্থাগুলোতে আর্থিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।
'আমি জানি অর্থ পাঠানোর প্রাযুক্তিক কাজটাকে মানুষ কীভাবে দেখেন। আমিও প্রযুক্তি বিষয়ে মূর্খ কিন্তু একটা চেক লিখতে আমার অসুবিধা হয় না। আর এ মুহূর্তে সেটাও একটা সাহসের কাজ কারণ আমি জানি কী ঘটছে চারদিকে,' বলেন স্টোন।
'এ ব্যাংকিং গোলমালে আমার অর্ধেক অর্থ নাই হয়ে গেছে, কিন্তু তার মানে এ নয় যে আমি এখানে নেই,' চোখ থেকে পানি মুছতে মুছতে বলেন তিনি।
তবে নিজের ব্যক্তিগত আর্থিক ক্ষতি বিষয় আর কোনো তথ্য জানাননি শ্যারন স্টোন। কিন্তু এ খবরটা এল সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) ও সিগনেচার ব্যাংকের পতনের পরেই। ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর এসভিবি'র পতনকে ব্যাংকিং খাতের সবচেয়ে বড় পতন হিসেবে দেখা হচ্ছে।
তবে মার্কিন ফেডারেল রিজার্ভ ওই দুই ব্যাংকের সব ডিপোজিটের নিশ্চয়তা দিতে এগিয়ে এসেছে। ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন-এর ইন্স্যুরেন্স থাকা সব ব্যাংকের ডিপোজিটরদের জামানত দুই লাখ ৫০ হাজার ডলার বা তার কম থাকলে তারা এ ধরনের পরিস্থিতিতে মার্কিন সরকারের কাছ থেকে সম্পূর্ণ নিরাপত্তা পাবেন।
অর্থাৎ শ্যারন স্টোনের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম।