ঢাকার কিছু এলাকায় ৮ ঘণ্টা, নারায়ণগঞ্জে ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
পাইপলাইনের জরুরি কাজের কারণে আজ (২২ মার্চ) ঢাকার বেশ কয়েকটি এলাকায় সব গ্রাহকের জন্য দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে প্রাপ্ত তথ্যমতে রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে- মিন্টো রোড, ইস্কাটন, পীরবাগ, হাবিবুল্লাহ রোড, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড এবং পিজি হাসপাতাল সংলগ্ন এলাকা, পরীবাগ বিপিডিবি কোয়ার্টার, বারডেম হাসপাতাল, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট।
অপর এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, জরুরি পাইপ টাই-ইন কাজের জন্য আজ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জের সাওঘাট-আড়াইহাজার সড়কের দুই পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আশপাশের এলাকার গ্রাহকরা গ্যাস সরবরাহে নিম্ন চাপের সম্মুখীন হতে পারেন।