পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে ৪ এপ্রিল
পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে ট্রেন চলতে যাচ্ছে আগামী ৪ এপ্রিল। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম।
তিনি বলেন, "পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ প্রায় শেষ হয়েছে। তাই আগামী ৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের জন্য সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে"।
তিনি আরো বলেন, জুনের মধ্যেই কাজ শেষ হবে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন। "ওই অংশের ৩২ কিলোমিটার রেললাইনে রেলপথে ট্রায়াল আগেই সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে রেল সেতুর প্রায় ৯৮ দশমিক ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।"
পুরো প্রকল্পের কাজে অগ্রগতি হয়েছে প্রায় ৭৫ দশমিক ৯২ শতাংশ। আর ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অংশের কাজ সম্পন্ন হয়েছে ৭৪ দশমিক ১৪ শতাংশ।
এর আগে দেশের বহুল প্রত্যাশিত পদ্মা সেতু গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয়।