বাফুফের অর্থাভাবে অলিম্পিক বাছাইপর্ব খেলা হচ্ছে না নারী ফুটবল দলের
২০২৪ প্যারিস অলিম্পিক ফুটবলের বাছাইপর্বের প্রথম ধাপে অংশ নেওয়ার কথা ছিলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। কিন্তু সেটি আর হচ্ছে না বাফুফে খরচ জোগাড় করতে না পারায়!
এমনটিই জানিয়েছেন বাফুফের কর্মকর্তা আবু নাইম সোহাগ। মায়ানমারে আর এক সপ্তাহ পরেই শুরু হবে বাছাইপর্বের প্রাথমিক ধাপের খেলা।
মূলত নারী দলের মায়ানমারে যাওয়ার বিমান ভাড়া, থাকার ব্যবস্থা, যাতায়াতের খরচ জোগান দিতে ব্যর্থ হয়েছে বাফুফে। যার কারণে নারী দলের অলিম্পিক বাছাইপর্ব খেলা হচ্ছে না।
মায়ানমারের ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে এপ্রিলের ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত এই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বাগতিক মায়ানমারের সঙ্গে গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো ইরান ও মালদ্বীপ।