সেরা দশ দলের বিপক্ষে কেমন পারফরম্যান্স মেসি-রোনালদোর?
মেসি-রোনালদোর মধ্যের ইদুর-বেড়াল খেলা যেন শেষ হওয়ার নয়। একদিন জোড়া গোল করছেন রোনালদো, পরেরদিনই হ্যাটট্রিক করে তার জবাব দিচ্ছেন মেসি। আবার ফ্রি-কিক থেকে গোল করা নিয়েও যেন ছাড় নেই কোনো পক্ষ থেকেই।
আর দুজনের ভক্তরা তো আছেনই। মেসি-রোনালদো কে কত শক্ত প্রতিপক্ষের বিপক্ষে গোল করলেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল তর্ক-বিতর্ক চলছে গত কিছুদিন ধরে।
সম্প্রতি এক প্রতিবেদনে এই মুহূর্তে র্যাঙ্কিংয়ের সেরা ১০ দলের বিপক্ষে মেসি ও রোনালদোর গোলের হিসাব তুলে ধরেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। বর্তমানে র্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা দলগুলো হলো ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন।
আর্জেন্টিনার বিপক্ষে মেসির গোল করা সম্ভব নয়, তেমনি রোনালদোও তো পর্তুগালের বিপক্ষে খেলবেন না! এর বাইরে তারা দুজনে যে ৯ দলের বিপক্ষে খেলেছেন, ক্যারিয়ারে এই দলগুলোর বিপক্ষে সব মিলিয়ে ১৫ গোল করেছেন মেসি।
যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মেসির গোল ৫টি, ফ্রান্সের বিপক্ষে ৩টি, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩টি, স্পেনের বিপক্ষে ২টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ১টি এবং পর্তুগালের বিপক্ষে ১টি। ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে ১টি করে ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি মেসি। আর ইংল্যান্ডের বিপক্ষে এখনো খেলা হয়নি আর্জেন্টাইন মহাতারকার।
সব মিলিয়ে গোল করায় মেসির চেয়ে রোনালদো এগিয়ে থাকলেও, বর্তমানে র্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা দলগুলোর বিপক্ষে গোলে পিছিয়ে আছেন পর্তুগিজ তারকা। এই দলগুলোর বিপক্ষে রোনালদো গোল করেছেন ১৪টি।
যেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে সবচেয়ে বেশি ৪ গোল করেছেন রোনালদো, ৩টি করে গোল করেছেন বেলজিয়াম এবং স্পেনের বিপক্ষে। ফ্রান্সের বিপক্ষে করেছেন ২ গোল এবং ১টি করে গোল করেছেন আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। ব্রাজিল এবং ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি রোনালদো। এ ছাড়া ইতালির বিপক্ষে এক ম্যাচ খেলে কোনো গোল পাননি রোনালদো।
মজার ব্যাপার হচ্ছে, পর্তুগাল এবং আর্জেন্টিনার বিপক্ষে মেসি-রোনালদোর গোল এসেছে একই ম্যাচে। ২০১১ সালের ৯ মার্চের সেই প্রীতি ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। আর সেরা দশের যে দলগুলোর বিপক্ষে মেসি-রোনালদোর দুজনই গোল করেছেন সেগুলো হলো ফ্রান্স, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও স্পেন। এই চার দলের বিপক্ষে দুজনের গোল সংখ্যা ১৯।