সরকারি কেনাকাটায় জনসম্পৃক্ততা বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি কেনাকাটায় নাগরিকদের অংশগ্রহণ আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডার কমিটির (পিপিএসসি) সভায় বৃহস্পতিবার বক্তারা এমন তাগিদ দেন।
এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
সভায় এমএ মান্নান বলেন, "চ্যালেঞ্জ থাকলেও সরকারি কেনাকাটায় জনসম্পৃক্ততার বিষয়টি গুরুত্বপূর্ণ। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।"
সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি প্রকল্পের কনস্ট্রাকশন সাইটে বাংলায় প্রকল্পের বিস্তারিত তথ্য সংবলিত সাইনবোর্ড স্থাপনেরও পরামর্শ দেন মন্ত্রী।
উন্নয়নের নামে বারবার ফুটপাতের টাইলস পরিবর্তন করার সমালোচনা করে তিনি বলেন, "কয়েকদিন পরপর রঙিন টাইলস বসাতে হবে, এর কোন মানে নেই।"
আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সরকারি কেনাকাটায় ইলেক্ট্রনিক পদ্ধতি প্রচলনের সুবাদে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।"
"অতীতে টেন্ডার নিয়ে হত্যাকাণ্ডের খবর পত্র পত্রিকায় আসলেও এখন তেমনটি আর নেই," বলেন প্রতিমন্ত্রী।
ছোট প্রকল্পের পাশাপাশি বড় প্রকল্পের বাস্তবায়নেও জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ড.আহসান এইচ মনসুর।
মাঠ পর্যায়ে সরকারি কেনাকাটার তথ্য পৌঁছে দিতে সিপিটিইউ'র সিটিজেন পোর্টাল ভালো ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় সিপিটিইউ'র মহাপরিচালক মোহাম্মদ শোহেলের রহমান চৌধুরী ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন।
তিনি বলেন, "সরকারি ক্রয় কার্যক্রমের সামগ্রিক উন্নয়নে সুপারিশ এবং নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে পিপিএসসি গঠন করা হয়েছে।"
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)'র সিনিয়র রিসার্চ ফেলো ড. মির্জা এম হাসান সভায় সরকারি ক্রয়ে নাগরিকদের সম্পৃক্ততার মডেল তুলে ধরেন।
বিআইজিডি-র গবেষণা পরিচালক ড. মুন্সি সুলাইমান নাগরিক সম্পৃক্ততার প্রভাব মূল্যায়ন নিয়ে আরেকটি উপস্থাপনা করেন।
তিনি জানান, বিআইজিডি ডিআইএমএপিপিপি-এর অধীনে সিপিটিইউ'র নিযুক্ত পরামর্শক হিসাবে চার বছরে ৪৮টি উপজেলায় নাগরিক সম্পৃক্ততার কার্যক্রম বাস্তবাস্তবায়ন করেছে।