বিশ্বসেরা ধনী বার্নার্ড আরনল্টের সম্পদমূল্য এখন ২১০ বিলিয়ন ডলার, আরো পিছিয়ে পড়লেন মাস্ক
বিত্তের প্রতিযোগিতায় বিশ্বের দ্বিতীয় সেনা ধনী ইলন মাস্কের চেয়ে আরো এগিয়ে গেলেন পয়লা নম্বর বার্নার্ড আরনল্ট। টেসলা ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা যখন বৈদ্যুতিক গাড়ির দাম কমাচ্ছেন, তখনই বিলাসপণ্য ব্যবসায়ী আরনল্টের অবস্থান আরো দৃঢ় হয়েছে। খবর ব্লুমবার্গের
৭৪ বছরের আরনল্ট হলেন বিশ্বখ্যাত বিলাসপণ্য ব্র্যান্ড লুই ভিতোঁ মঁয়েত হেনেসি- এলভিএমএইচ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ব্লুমবার্গের বিলিয়ননিয়ার ইনডেক্স অনুসারে, গতকাল বৃহস্পতিবার এই ফরাসী ব্যবসায়ীর সম্পদমূল্য প্রায় ১২ বিলিয়ন ডলার বেড়ে পৌঁছায় প্রায় ২১০ বিলিয়ন ডলারে। একদিনে এটা তার দ্বিতীয় সর্বোচ্চ সম্পদমূল্য বৃদ্ধির ঘটনা।
সে তুলনায় মাস্ক এগিয়েছেন সামান্যই, ৩.৮ বিলিয়ন ডলার বৃদ্ধি নিয়ে তার মোট সম্পদমূল্য এখন ১৮০ বিলিয়ন ডলার।
আরনল্টের সম্পদমূল্য স্ফীতির নেপথ্যে আছে লুই ভিতোঁর অতিদামী হ্যান্ডব্যাগ, মঁয়েত অ্যান্ড শ্যান্ডন শ্যাম্পেইন আর ক্রিস্টিয়ান ডিঅর গাউন বিক্রির রমরমা। চাঙ্গা বিক্রিবাট্টার তথ্য প্রকাশিত হয় কোম্পানির ত্রৈমাসিক প্রতিবেদনে, যার কদর করতে কার্পণ্য করেননি বিনিয়োগকারীরা। ফলে প্যারিসের পুঁজিবাজারের লেনদেনে লুই ভিতোঁর (এলভিএমএইচ) শেয়ারমূল্য ৫.৭ শতাংশ বৃদ্ধির রেকর্ড করে। একইসঙ্গে, ৪৪৪ বিলিয়ন ইউরো বা ৪৯১ বিলিয়ন ডলার বাজার মূল্যায়ন নিয়ে বিশ্বের সেরা ১০ কোম্পানির কাতারে উঠে আসে।
বিশ্বের অন্যান্য সেরা ধনীর তুলনায় বার্নার্ড আরনল্ট বেশ নিভৃতচারী। তিনি ও তার পরিবার এলভিএমএইচ- এর ৪৮ শতাংশ শেয়ারের মালিক।
চলতি মাসেই মাস্ক ও জেফ বেজোসের মতো সেরা ধনী– অতীতে যাদের সম্পদ ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার রেকর্ড রয়েছে, তাদের কাতারে নাম লেখান। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের বাইরে তিনিই প্রথম ধনকুবের যিনি এই মাইলফলক অর্জন করেছেন।
এলভিএমএইচ এর বাড়বাড়ন্তে অবদান আছে সম্পন্ন চীনা ক্রেতাদের। করোনাভাইরাস বিস্তাররোধের সাম্প্রতিক লকডাউন শেষে পুনরায় প্রাণচাঞ্চল্য ফিরেছে চীনা অর্থনীতিতে। বিলাসপণ্যের বিক্রিবাট্টাও তাতে চাঙ্গা। চীনের পাশাপাশি বিশ্বের প্রায় সব অঞ্চলেই প্রবৃদ্ধি অর্জন করেছে কোম্পানিটি। তবে যুক্তরাষ্ট্রে বিক্রিবাট্টায় প্রবৃদ্ধি কিছুটা মন্থর হয়েছে।
ডিজাইনার পোশাক ও গহনা বেঁচে আরনল্টের যখন পয়মন্ত, সে তুলনায় ৩৪০ বিলিয়ন ডলার সম্পদমূল্য অর্জনের রেকর্ড করার পর সেখান থেকে খাড়া পতনই দেখেছেন ইলন মাস্ক। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদা বৃদ্ধির লক্ষ্যে বৈদ্যুতিক কারের দামও কমাচ্ছে টেসলা।