কর্মী হিসেবে ৩০ ট্রান্সজেন্ডারকে নিয়োগ দিলো ফেয়ার গ্রুপ
ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকে সমাজে আত্মীকরণে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, 'ট্রান্সজেন্ডারদের পরিবার পরিত্যাগ করে। সমাজ বয়কট করে। তারা শিক্ষা ও পরিবার থেকে বঞ্চিত। সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে কোম্পানিতে চাকরি সমাজে বসবাসের সুযোগ দিন।'
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে 'ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তিকরণ' শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। সম্প্রতি ৩০ জন ট্রান্সজেন্ডারকে চাকরি দিয়েছে ফেয়ার গ্রুপ।
এনবিআর চেয়ারম্যান বলেন, 'হিজড়া ও ট্রান্সজেন্ডারদের কাজে নিলে প্রোডাক্টিভিটি কমে যায় বলা হয়ে থাকে। কিন্তু ফেয়ার গ্রুপ প্রমাণ করেছে সেটা সঠিক নয়। সব বাধা পেরিয়ে তারা ৩০ জন হিজড়া ও ট্রান্সজেন্ডারদের চাকরি দিয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই। আমরা গত বাজেটে ঘোষণা দিয়েছিলাম, হিজড়া ও ট্রান্সজেন্ডারদের চাকরি দিলে কর ছাড় দেয়া হবে। সরকার চায় হিজড়া ও ট্রান্সজেন্ডার লোকেরা সমাজে স্থান পাক।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবহেলিত বেদে পল্লী ও হিজড়া সম্প্রদায়ের জীবনমান নিয়ে কাজ করা এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও হেড অব ট্যুরিস্ট পুলিশ হাবিবুর রহমান। সামনের দিনগুলোতেও ফেয়ার গ্রপের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বেসরকারি খাতের সব উদ্যোক্তার প্রতি অনুরোধ জানিয়ে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, 'আমরা ফেয়ার গ্রুপ ট্রান্সজেন্ডার কর্মী নিয়োগে উদ্যোগী রয়েছি। ৩০ জনের বেশি ট্রান্সজেন্ডার কর্মী আমাদের গ্রুপে নিয়মিত কর্মী হিসেবে কাজ করছেন। এই সংখ্যা আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছি। তারা নিয়মিত বেতন-ভাতাই শুধু পাচ্ছে না, প্রতি মাসে ব্যক্তিগতভাবেও তাদের বিশেষ অনুদান দিচ্ছি। এসবই করছি তাদের সামাজিক অন্তর্ভুক্তি এবং মানবিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে।'
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম আরা নিপা, সাদিয়া ইসলাম মৌ ও অমিতাভ রেজা চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তৌহিদা জাহান, বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির পরিচালক সালেহ আহমেদ, ট্রান্সএন্ড-এর প্রতিষ্ঠাতা লামিয়া তানহাও বক্তব্য প্রদান করে।
অনুষ্ঠান শেষে ফেয়ার গ্রুপের পক্ষ থেকে ট্রান্সজেন্ডারদের হাতে ঈদ উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
হিজড়া ও ট্রান্সজেন্ডারদের কাজে নিয়োগ দিলে সরকারের কর ছাড় দেয়ার ঘোষণার পর তাদের নিয়োগ দিচ্ছে কিছু বেসরকারি প্রতিষ্ঠান।
এর আগে ২০২১ সালে ট্রান্সজেন্ডার ও ভিন্নরকমভাবে সক্ষম ১৪ জনকে নিয়োগ দিয়েছিলো ব্র্যাক ব্যাংক।