হাতুরুসিংহের মুচকি হাসি দেখে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তামিম
কয়েক বছর বাংলাদেশের কোচ ছিলেন তিনি। পরবর্তীতে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়েছে বাংলাদেশের সঙ্গে। পুরনো শিষ্যদের বিপক্ষে পাওয়া জয়ে যেন বাড়তি তৃপ্তি পেয়েছেন হুট করেই বাংলাদেশের দায়িত্ব ছাড়া চান্দিকা হাথুরুসিংহে।
২০১৮ সালে মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশকে হারানোর পরদিন সকালে তামিম ইকবালকে দেখে মুচকি হেসে দেন হাথুরুসিংহে। ফাইনালে হার, এর ওপর আবার পুরনো গুরুর এমন রহস্যময় হাসি। বাংলাদেশ ওপেনার যেন তেঁতে ওঠেন। হাথিুরুসিংহেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তামিম বলেন, শ্রীলঙ্কা গিয়েই লঙ্কানদের হারাবে বাংলাদেশ।
দুই মাস পরই আসে সেই দিনটি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠে বাংলাদেশ। দুই বছর পর এসে ঘরের মাঠে হেরে যাওয়া সেই ম্যাচের গল্প শোনালেন তামিম ইকবাল।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আধা ঘণ্টার মতো আড্ডা দেন তামিম। এই আড্ডায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার ফাঁকে ২০১৮ সালের সালের সেই ঘটনাও মাহমুদউল্লাহকে মনে করিয়ে দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ২০১৮ সালে মিরপুরে অনুষ্ঠিত হয় ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের ফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
ফাইনালের পরদিন সকালে হোটেলে তামিমের সঙ্গে দেখা হয় এই সিরিজের কিছুদিন আগে বাংলাদেশের দায়িত্ব ছাড়া হাথুরুসিংহের। তামিমকে দেখে মুচকি হাসি হাসেন লঙ্কান কোচ। যে হাসিতে তাচ্ছিল্য খুঁজে পান তামিম। বাংলাদেশ ওপেনারও চুপ থাকার পাত্র নন।
সেই ঘটনার বর্ণনা নিয়ে তামিম বলেন, 'ফাইনালে আমাদেরকে হারিয়ে দিল শ্রীলঙ্কা। পরদিন সকালে হোটেলে নাশতায় হাথুরুসিংহের সঙ্গে দেখা হলো। আমাকে দেখে সে মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে ছিল। মারিও (মারিও ভিল্লাভারায়ন, বাংলাদেশ দলের তখনকার ট্রেনার) ছিল সেখানে। আমি হাথুরুসিংহের কাছে গিয়ে বললাম, "এত হেসো না, আমরা তোমাদের দেশে গিয়ে তোমাদের হারিয়ে আসব।"
এ জন্য তামিমদের খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি। দুই মাস পরই শ্রীলঙ্কাতে নিদাহাস ট্রফি খেলতে যায় বাংলাদেশ। মার্চে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে দুইবার হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।