টানা তিন ড্রয়ে শিরোপা স্বপ্ন শঙ্কায় আর্সেনালের?
শিরোপাটা কী তবে হাতছাড়াই হয়ে যাচ্ছে আর্সেনালের? ১৯ বছর পর লিগ শিরোপা জেতার খুব কাছে লন্ডনের ক্লাবটি। মৌসুমের শুরু থেকেই টেবিলের শীর্ষে আছে মিকেল আরতেতার দল।
আর্সেনালের পেছনে ধাওয়া করছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। পরপর তিন ম্যাচ ড্র করে কিছুটা চাপেই পড়েছে আরতেতার দল। নিজেদের পরের ম্যাচেই মুখোমুখি হবে এই দুই দল, সিটির মাঠ ইতিহাদে।
তিন ম্যাচ আগেও সিটির থেকে ৮ পয়েন্টে এগিয়ে ছিলো আর্সেনাল। কিন্তু পরপর তিন ম্যাচ ড্র করে ৬ পয়েন্ট খুইয়েছে গানাররা। সিটির সঙ্গে ব্যবধান নেমে এসেছে ৫ পয়েন্টে। অথচ আর্সেনাল ম্যাচ খেলেছে দুটি বেশি! পরের ম্যাচে সিটি আর্সেনালের সঙ্গে জিতলে শিরোপার লড়াইয়ে চালকের আসনে বসবে তারাই।
অর্থাৎ, ১৯ বছর পর লিগ জিততে হলে সিটির মাঠে জয়ের বিকল্প নেই আর্সেনালের। ড্র হলেও সিটিরই সুবিধা। নিজের গুরু পেপ গার্দিওলাকে বুদ্ধির খেলায় পরাস্ত করার জন্য এখন থেকেই ছক কষতে হচ্ছে আরতেতাকে।
উল্লেখ্য, নিজেদের সর্বশেষ তিন ম্যাচে ২-২, ২-২, ৩-৩ গোলের সমতায় শেষ করেছে আর্সেনাল। এর মধ্যে প্রথম দুই ম্যাচে ২-০ গোলে এগিয়ে গিয়েও পরে দুই গোল হজম করেছে তারা। আর সর্বশেষ ম্যাচে টেবিলের শেষ দল সাউদাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে প্রথমে ২-০, পরে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকে দুই গোল করে সমতা ফেরায় গানাররা।
সিটির মাঠে আর্সেনালের এমন ফর্ম অব্যাহত থাকলে লিগ শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দেওয়া লাগতে পারে ইতিহাদেই।