সেলফি তুলতে আসায় প্রতিপক্ষের স্টাফকে ধাক্কা রোনালদোর
মাঠে ব্যর্থ হওয়ার হতাশা ম্যাচশেষে প্রকাশ করার ব্যাপারটি রোনালদোর জন্য যেন এক প্রকার নিয়মে পরিণত হয়েছে। সৌদি আরবে এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। ঘটালেন আরেকবার।
নিজে কিছু করতে না পারার হতাশা থেকে ম্যাচশেষে প্রতিপক্ষের সঙ্গে তর্কে জড়ানো কিংবা খেলা দেখতে আসা আল-নাসের সমর্থকদের অভিবাদনের জবাব না দিয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়া, নিজের সতীর্থদের সঙ্গে তর্কাতর্কি, এসব কিছুই সৌদি আরবের ফুটবলে রোনালদোর নিত্য সঙ্গী হয়ে উঠেছে।
এই মৌসুমের শিরোপা লড়াইয়ে আগেই পিছিয়ে পড়েছিল আল-নাসের। গত রাতে নিজেদের মাঠে টেবিলের ১৪ নাম্বারে থাকা আল-খালিজের সঙ্গে ড্র করে আরো পিছিয়ে গিয়েছে তারা। লিগের বাকি আর চার ম্যাচ। শীর্ষে থাকা আল-ইতিহাদের চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে পড়েছে রোনালদোর দল।
রোনালদো নিজেও ছিলেন বিবর্ণ। আর এসবের হতাশা থেকেই কিনা ম্যাচ শেষে আল-খালিজের এক স্টাফ তার সঙ্গে সেলফি তুলতে চাইলে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন সিআর সেভেন। খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে খুব একটা আগ্রহী ছিলেন না তিনি।
এদিকে গত রাতেই রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন। মেসিই একমাত্র ফুটবলার হিসেবে এই সম্মানজনক পুরস্কার জিতেছেন। সব মিলিয়ে রাত টা একদমই ভালো যায় নি পর্তুগিজ তারকার।