স্পেনকে বর্ণবাদীদের দেশ বলে আখ্যা ভিনিশিয়ুসের
আবারো বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিশিয়ুস জুনিয়র। ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে রিয়ালের ১-০ গোলের ব্যবধানে হারের ম্যাচে স্বাগতিক দর্শকদের একাংশ ভিনিশিয়ুসকে বর্ণবাদী কথা বলেন।
তবে এবার আর চুপ করে থাকেননি ভিনিশিয়ুস। লা লিগা কর্তৃপক্ষ তো বটেই, দেশ হিসেবে স্পেনেরও কঠোর সমালোচনা করেছেন ব্রাজিলিয়ান এই তারকা।
লা লিগার শিরোপা আগেই নির্ধারিত হয়ে গিয়েছে। বার্সেলোনা নিজেদের ২৭ তম লিগ জিতেছে চার ম্যাচ হাতে রেখেই। রিয়ালের লড়াই দ্বিতীয় হওয়ার, সেখানেও ভ্যালেন্সিয়ার কাছে হেরে আতলেতিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে পড়েছে তারা। বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিশিয়ুস। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তিনি। সবমিলিয়ে রাতটা মোটেও ভালো যায়নি ভিনিশিয়ুসের।
ম্যাচের মধ্যেই ভ্যালেন্সিয়া সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ করেন ভিনিশিয়ুস। যার জন্য প্রায় ১০ মিনিট খেলা বন্ধ ছিলো। ম্যাচশেষে টুইটারে ভিনিশিয়ুস লিখেন, 'আমি দুঃখিত, সব স্প্যানিশরা আমার সঙ্গে একমত হবেন না, কিন্তু ব্রাজিলে এই দেশটিকে বর্ণবাদীদের দেশ হিসেবেই জানে।'
বর্ণবাদের বিরুদ্ধে সবসময় লড়ে যাবেন বলেও জানান এই ব্রাজিলিয়ান উইঙ্গার, 'আমি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। সেটা এখান থেকে দূরে গিয়ে হলেও।'
লা লিগার কিংবদন্তি সব খেলোয়াড়কে স্মরণ করে বর্ণবাদীদের ধিক্কার জানান ভিনিশিয়ুস, 'এই লিগ এক সময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো আর মেসির ছিলো। এখন এই লিগ বর্ণবাদীদের আখড়ায় পরিণত হয়েছে।'
ভিনিশিয়ুসের টুইটের পর লা লিগা এই বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।