ভিনিশিয়ুসকে বর্ণবাদী অপমান করা তিনজন গ্রেপ্তার
ভিনিশিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করা চারজনকে আটক করেছে স্প্যানিশ পুলিশ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাদের মাঠে লা লিগার ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হোন ভিনিশিয়ুস। এর জেরে প্রায় ১০ মিনিট বন্ধ থাকে ম্যাচ।
খেলা শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় তোলেন ভিনিশিয়ুস। তাকে সমর্থন জানাতে এগিয়ে আসেন রিয়াল মাদ্রিদ সতীর্থ সহ ব্রাজিলিয়ান সাবেক-বর্তমান ফুটবলাররা। আর এরপরই টনক নড়ে স্প্যানিশ পুলিশের।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ভিনিশিয়ুস। গত এক বছরে তিনি কীভাবে বর্ণবাদের শিকার হলেন তার চিত্র তুলে ধরেছেন এই ভিডিওতে। দর্শকদের স্লেজিং তো রয়েছেই, তাকে উদ্দেশ্য করে মাঠ থেকে ছোঁড়া হয়েছে কলা। কৃষ্ণাঙ্গ বাদড় বলেও কটুক্তি করা হয়েছে।
এমনকি তার মৃত্যু কামনা করে গ্যালারি থেকে স্লোগান দেওয়া হয়েছে। তাকে নিয়ে ব্যঙ্গচিক্রও দেখা গেছে মাদ্রিদের রাস্তায়। আর সর্বশেষ ঘটনা গত পরশু মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণবাদী আক্রমণের। এক দর্শক ভিনিসিয়ুসের উদ্দেশে কিছু বলার পর দর্শকের দিকে তেড়ে পাল্টা জবাব দেন ব্রাজিলিয়ান তারকাও।
বর্ণবাদ নিয়ে ভিনিশিয়ুস-বোমা বিস্ফোরণের পর স্পেনের সংবাদমাধ্যম 'এএস' জানিয়েছে, লা লিগা ও ভ্যালেন্সিয়া পরশু ম্যাচের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করেছে। ভিনিসিয়ুসকে গ্যালারি থেকে তারা 'বানর' ডেকে কটূক্তি করেছেন বলে সন্দেহ করা হয়েছিল। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, স্পেনের পুলিশ এ ঘটনায় আজ তিন তরুণকে গ্রেপ্তার করেছে।