রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই
১৯৮৩ সালে যুক্তরাষ্ট্র সফরে যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ওই সফরে তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল বলে উঠে এসেছে এফবিআইয়ের প্রকাশ করা নতুন কিছু নথিপত্রে। খবর বিবিসির।
গত বছর রানি এলিজাবেথের যুক্তরাষ্ট্র সফর-সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনে আমেরিকার ফেডারেল ব্যুরো অভ ইনভেস্টিগেশন (এফবিআই)।
ওই নথিপত্রে দেখা যায়, আইরিশ রিপাবলিকান আর্মি (আইআরএ) নামের একটি সংগঠন রানিকে হত্যার হুমকি দিয়েছিল। হত্যার হুমকিটি দেওয়া হয়েছিল স্যান ফ্রান্সিসকোর এক পুলিশ কর্মকর্তাকে।
এফবিআইয়ের ফাইলে তথ্য অনুসারে, ওই পুলিশ কর্মকর্তা স্যান ফ্রান্সিরকোর একটি আইরিশ পাবে যেতেন নিয়মিত। তিনিই ফেডারেল এজেন্টকে ওই পাবে দেখা হওয়া এক লোকের ব্যাপারে সতর্ক করে দেন।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, লোকটি বলেছিলেন যে তার মেয়ে 'উত্তর আয়ারল্যান্ডে রাবার বুলেটে নিহত হয়েছে'। মেয়ে হত্যার প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছেন তিনি।
রানি এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপের ক্যালিফোর্নিয়া সফরের এক মাস আগে, ১৯৮৩ সালের ৪ ফেব্রুয়ারি এই হুমকিটি আসে।
এফবিআইয়ের নথিতে বলা হয়, ওই লোক গোল্ডেন গেট ব্রিজের কাছে রয়্যাল ইয়াট ব্রিটানিয়াতে কিছু একটা ফেলে অথবা ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক দর্শনের সময় সেখানে রানি এলিজাবেথকে হত্যা করার পরিকল্পনা এঁটেছিলেন।
হত্যা ঠেকাতে সিক্রেট সার্ভিস গোল্ডেন গেট ব্রিজের ওয়াকওয়ে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করে। তবে ইয়োসেমাইটে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। যদিও রানি ওই পার্ক ভ্রমণে গিয়েছিলেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা প্রকাশ করেনি এফবিআই।
গত সোমবার এফবিআইয়ের তথ্য ওয়েবসাইট ভল্ট-এ ১০২ পৃষ্ঠার ফাইলটি আপলোড করা হয়।
উত্তর আয়ারল্যান্ডের অস্থিতিশীল সময়কালে রানি এলিজাবেথ বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র সফর করেন। রানির কাজিন লর্ড মাউন্টবেটেনকে আইএরএ এক বোমা হামলায় রিপাবলিক অভ আয়ারল্যান্ডে ১৯৭৯ সালে হত্যা করে।