ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন থেকে
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১৪ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
গত ঈদের মতো এবারও রেলসেবা অ্যাপের মাধ্যমে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। তবে এবার বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না।
১৪ জুন থেকে পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৫, ২৬, ২৭ ও ২৮ জুনের টিকিট পাওয়া যাবে যথাক্রমে ১৫, ১৬, ১৭ এবং ১৮ জুন তারিখে।
মঙ্গলবার (৩০ মে) রেল ভবনে এসব তথ্য নিশ্চিত করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
একইভাবে, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২২ জুন। ২ থেকে ৬ জুলাইয়ের অগ্রিম ফিরতি টিকিট যথাক্রমে ২২,২৩,২৪,২৫ এবং ২৬ জুন পাওয়া যাবে।
পশ্চিমাঞ্চলের সমস্ত আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ফেরতযোগ্য নয় এমন 'স্ট্যান্ডিং টিকিট' বিক্রি হবে চারটি কাউন্টারে।
এছাড়া, ২৪ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেন সার্ভিসের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।