ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির মামলার শুনানি করতে হাইকোর্ট বেঞ্চের অপারগতা প্রকাশ
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পাঁচ বছরে প্রায় ১১শ' কোটি টাকা কর ফাঁকি ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত ১২টি মামলার ওপর শুনানি করতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।
সোমবার (৫জুন) বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ জানান, তাদের মধ্যে একজন এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানি করেছিলেন, কাজেই তারা এর শুনানি করতে পারবেন না।
এর আগে মামলাগুলোর শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন তৎকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিচারপতি এস এম মনিরুজ্জামান।
হাইকোর্ট বেঞ্চ অপারগতা প্রকাশের পর নথি পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে।
আইনজীবীরা জানিয়েছেন, এই মামলাগুলো শুনানির জন্য প্রধান বিচারপতি অন্য একটি বেঞ্চ নির্ধারণ করে দেবেন।
গত ৭ মে হাইকোর্টকে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, ২০১২-১৭ এ পাঁচ বছরে ১১শ' কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে, ইউনূসের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১শ' কোটি টাকার আয়কর রিটার্নের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
ওই বেঞ্চ রাষ্ট্রপক্ষকে জানিয়ে দেয় মামলাগুলো দ্রুত নিষ্পত্তি সম্ভব নয়।
পরবর্তীতে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চে আবেদন করে অ্যাটর্নি জেনারেল অফিস।