২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন রোনালদো
সৌদি আরবের ফুটবল মৌসুম শেষ। এবারের মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হয়েছে আল-ইত্তিহাদ। ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে এনেও দ্বিতীয় হতে হয়েছে আল-নাসেরকে। পর্তুগিজ তারকা অবশ্য ব্যক্তিগতভাবে বেশ উজ্জ্বলই ছিলেন। করেছেন ১৪টি গোল।
ঘটনাবহুল এবং শিরোপাশূন্য এক মৌসুম কাটানোর পর ছুটি পেয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এখন আছেন সিঙ্গাপুরে। সেখানেই জাতীয় দল নিয়ে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছেন সিআর সেভেন।
কাতার বিশ্বকাপে পর্তুগাল বাদ পড়েছে কোয়ার্টার-ফাইনাল থেকেই। রোনালদো নিজেও বেশিরভাগ সময় ছিলেন বেঞ্চে। বয়স হয়ে গিয়েছে ৩৮। পরের বিশ্বকাপ আসতে আসতে তার বয়স ৪১ পেরিয়ে ৪২ এ পরবে।
তাই ২০২৬ বিশ্বকাপ খেলাটা বেশ কঠিনই হবে রোনালদোর জন্য। কিন্তু হাল ছাড়ছেন না তিনি। এগোতে চান ধাপে ধাপে। তাই এখন ২০২৪ ইউরোতে খেলাই প্রথম লক্ষ্য তার, 'আমি আগামী বছরের ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে চাই। আমি মনে করি, লক্ষ্যটাকে স্বল্প ও মধ্য মেয়াদি ভাগে ভাগ করাটা খুবই জরুরি। এরপর দেখা যাক কী হয়।'
২০২২ বিশ্বকাপের পর্তুগালকে নিয়ে গিয়েছিলেন জেতার স্বপ্ন নিয়ে। দারুণ একটা দল নিয়েও কোয়ার্টার-ফাইনালেই শেষ হয়েছে পর্তুগালের পথচলা। রোনালদো অবশ্য সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে একাদশের বাইরে রেখেই দল সাজিয়েছিলেন কোচ ফার্নান্দো সান্তোস।
ডাগআউটে বসে থাকা রোনালদোর সেই দৃশ্যকে অনেকেই জাতীয় দলের অধ্যায়ের সমাপ্তি হিসেবেই দেখেছেন। কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষেও জায়গা হয়নি একাদশে।
যদিও সেই ম্যাচে শেষের দিকে মাঠে নেমেছিলেন। কিন্তু পর্তুগাল হেরে যায় ১-০ গোলের ব্যবধানে। ম্যাচ শেষে টানেলে রোনালদোর কান্না আক্ষরিক অর্থেই একটা যুগের সমাপ্তি হিসেবে ধরা হয়েছিল।
তবে বিশ্বকাপের পর রোনালদো যেন আবারও নিজেকে নতুন করে খুঁজে নিয়েছেন পর্তুগাল দলে। নতুন কোচ রবার্তো মার্তিনেজ তাকে ঘিরেই সাজাচ্ছেন জাতীয় দলের পরিকল্পনা। তাই আরেকটা বিশ্বকাপ খেলার স্বপ্ন হয়তো দেখতেই পারেন সিআর সেভেন।