অ্যাম্বারের দেওয়া ক্ষতিপূরণের ১ মিলিয়ন ডলার দান করে দেবেন জনি ডেপ
প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের কাছ থেকে মানহানি মামলার ক্ষতিপূরণ হিসেবে পাওয়া ১ মিলিয়ন ডলার পুরোটাই দান করে দেওয়ার পরিকল্পনা করেছেন জনি ডেপ। হলিউড অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র থেকে এ তথ্য জানতে পেরেছে সিএনএন।
মঙ্গলবার ওই সূত্র নিশ্চিত করে যে ডেপ এই টাকা দান করার জন্য ৫টি দাতব্য সংস্থাকে বেছে নিয়েছেন। এর মধ্যে রয়েছে মেক-আ-ফিল্ম ফাউন্ডেশন, দ্য পেইন্টেড টার্টল, রেড ফেদার, মার্লন ব্র্যান্ডোর টেটিয়ারোয়া সোসাইটি চ্যারিটি এবং আমাজনিয়া ফান্ড অ্যালায়েন্স।
সূত্র জানিয়েছে, প্রতিটি সংস্থাকে ২০০,০০০ ডলার করে দান করবেন ডেপ।
সিএনএন এ ব্যাপারে মন্তব্যের জন্য অ্যাম্বার হার্ডের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।
২০১৮ সালে সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ তুলেছিলেন অ্যাম্বার হার্ড। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। সাবেক স্বামী মিথ্যা বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। উভয় মামলার শুনানিতেই বেশ কাদা ছোড়াছুড়ি হয় প্রাক্তন এই দম্পতির মধ্যে।
জনির আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান এক বিবৃতিতে জানিয়েছিলেন, তার মক্কেলের বিরুদ্ধে অ্যাম্বারের আনা ডোমেস্টিক ভালোয়েন্সের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ছাড়া আর কিছুই নয়। অবশেষে মামলার রায় ডেপের পক্ষেই যায়। আদালত অ্যাম্বার হার্ডকে মানহানির ক্ষতিপূরণ হিসেবে জনি ডেপকে ১৫ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দেন, যা পরে কমে ১০ মিলিয়নে এসে দাঁড়ায়।
তবে শেষ পর্যন্ত ১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার চুক্তিতে এসে ২০২২ সালের ডিসেম্বরে মামলা তুলে নেওয়ার ঘোষণা দেন অ্যাম্বার।
ওই সময়ই ডেপের আইনজীবীরা জানিয়েছিলেন যে, ডেপ পুরো টাকাটাই দাতব্য সংস্থায় দেবেন।