সাফ চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত
যে কোনো খেলাই হোক না কেন, ভারত-পাকিস্তানের বৈরিতা সব জায়গাতেই বিরাজমান। সাফ চ্যাম্পিয়নশিপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-০ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক এবং টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত।
ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী করেছেন হ্যাটট্রিক। ভিসা-টিকেট জটিলতায় আজ সকালে ভারতে পৌঁছে রাতেই খেলতে নেমে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান।
ব্যাঙ্গালুরুতে ম্যাচের প্রথমার্ধে অধিনায়ক সুনীল ছেত্রীর জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক তুলে নেন ছেত্রী, উদান্ত সিংয়ের আরেক গোলে ব্যবধান ৪-০ করে ভারত।
এই জয়ে গ্রুপ 'এ'তে শীর্ষে আছে ভারত। এই গ্রুপের এবং এবারের সাফের প্রথম ম্যাচে আমন্ত্রিত দল কুয়েত ৩-১ গোলের ব্যবধানে জিতেছে নেপালের বিপক্ষে। ভারতের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে কুয়েত।
নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। কুয়েতের মতো লেবাননও এবারের সাফে আমন্ত্রিত দল। শক্তিশালী এই দলের বিপক্ষে বাংলাদেশেকে কঠিন পরীক্ষাই দিতে হবে।