পলিথিন-বাঁশ দিয়ে বানানো ঘরে তৈরি হত অস্ত্র
চট্টগ্রামে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব -৭।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়া উপজেলার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জনকে আটক করে র্যাব।
আটককৃতরা হলেন মো. রোকন (৩৮) ও মো. আবদুল (৩২)। তাদের দুজনের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম খুরুশীয়া গ্রামে।
র্যাব -৭ এর সরকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ডেবা নামে পাহাড়ের উপর পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালার নিচে অস্ত্র তৈরীর কারখানা রয়েছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় অভিযান চালিয়ে চারটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, তিন রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়।
এ সময় রোকন এবং আবদুল নামে দুই জনকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃতদের বরাত দিয়ে ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে তারা অস্ত্র তৈরি করে পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছে।