ড্রোন ফটো অ্যাওয়ার্ডসে আবারও বাংলাদেশের ছবি
ক্যামেরার লেন্সে প্রকৃতির যে সৌন্দর্য বন্দী করা যায়, আমাদের খালি চোখে তা অনেক সময় ধরা পড়ে না। আর যদি সেই সৌন্দর্য একটু ভিন্ন আঙ্গিকে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে বন্দী করা হয়, তাহলে তা হয়ে ওঠে আরও নান্দনিক। এ বছরের ড্রোন ফটো অ্যাওয়ার্ডস বিজয়ীদের তোলা ছবিগুলোতে ফুটে উঠেছে সেই নান্দনিকতা। বিজয়ীদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। এরমধ্যে বাংলাদেশি আলোকচিত্রীর মোঃ তানভীর হাসান রোহানের তোলা হলুদ ধান ক্ষেতের ছবিটি বিচারকদের নজর কেড়েছে।
মার্কিনভিত্তিক গণমাধ্যম এনপিআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ থেকে তোলা এই ছবিগুলো আপনার চারপাশ সম্পর্কে আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করতে পারে। বাংলাদেশের উজ্জ্বল হলুদ ধানক্ষেত কিংবা পোল্যান্ডের খেলার মাঠ, যা উপর থেকে দেখতে মূল্যবান পাথরের মোজাইকের মতো, অথবা সিরিয়ার যুদ্ধ-বিধ্বস্ত শহরে ধ্বংসস্তূপের মধ্যেই ইফতার করার দৃশ্য, যা একইসঙ্গে দুঃখ এবং পবিত্রতা উভয়ের প্রতীক- এ সবকিছু আপনাকে ভাবনার নতুন খোরাক এনে দিতে পারে।
তানভীর হাসান রোহানের ড্রোন দিয়ে তোলা 'রাইস প্রসেসিং' (ধান প্রক্রিয়াকরণ) শীর্ষক ছবিটি এ বছরের ড্রোন ফটো অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় স্থান করে নিয়েছে। তার এই ছবিটির মাধ্যমে বাংলাদেশের গ্রামাঞ্চলের একটি নিত্য সাধারণ কাজের শৈল্পিক সৌন্দর্য ফুটে উঠেছে পুরো বিশ্বের সামনে। ২০২১ সালেও তার তোলা একটি ছবি সে বছরের প্রতিযোগিতায় স্থান পেয়েছিল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বসবাসকারী আলোকচিত্রী মোঃ তানভীর হাসান রোহান গণমাধ্যমকে বলেন, ধান ক্ষেতটি আসলে কতটা সুন্দর তা মাটিতে দাঁড়িয়ে বোঝা যায় না। কিন্তু আপনি যখন অনেক উঁচু থেকে এটি দেখবেন, তখন ক্ষেতের লাইনগুলো আপনার চোখে পড়বে; মাঠের কর্মীরা যে লাইনে দাঁড়িয়ে, হেঁটে কাজ করছে সেগুলো আপনি দেখতে পাবেন। এটি সত্যিই নান্দনিক।
তানভীর হাসানের জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। ফটোগ্রাফিতে প্রায় ১০ বছরের অভিজ্ঞতার রয়েছে তার। নতুন জায়গায় ঘোরা, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করাই তার নেশা।
নিউইয়র্ক ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি থেকে ফটোজার্নালিজমের ওপর ডিগ্রি অর্জন করেছেন তানভীর হাসান রোহান। অংশ নিয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায়; জাতীয় পর্যায়ে বহুবার বিজয়ী হওয়ার পাশাপাশি এখন পর্যন্ত ৭০০ টিরও বেশি আন্তর্জাতিক ফটোগ্রাফি পুরস্কার জিতেছেন।
প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৭ ও ২০১৮ সালে তিনি টানা দুইবার ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেল ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।
ড্রোন ফটো অ্যাওয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও জানান যায়, তানভীর হাসান রোহানের তোলা ছবিগুলো ৪৫টিরও বেশি দেশে প্রদর্শিত হয়েছে। তার অনেক ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা ও সংবাদপত্রে।
এছাড়া তিনি গ্রিস, ফ্রান্স, বাংলাদেশ, চেক প্রজাতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এফআইএপি'র পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় পাঁচবার 'বেস্ট অথর' হিসেবে নির্বাচিত হয়েছেন।
তানভীর হাসানের তোলা ছবি ছাড়াও বাংলাদেশের আরও ৬ জন এবং বিশ্বজুড়ে অনেক আলোকচিত্রীর ছবি স্থান করে নিয়েছে ড্রোন ফটোগ্রাফি প্রতিযোগিতায়। এরমধ্যে আকর্ষণীয় কিছু ছবি হলো-
ড্রোন ফটোগ্রাফি প্রতিযোগিতাটি ৬ বছর আগে শুরু হয়। এ বছরের প্রতিযোগিতায় নয়টি বিভাগে ১০৪টি দেশের অপেশাদার ও পেশাদার আলোকচিত্রীদের প্রায় ১৪,০০০ ছবি স্থান পেয়েছে। এই সবগুলো ছবিই তোলা হয়েছে ড্রোন ব্যবহার করে।