'আমাদের কাছে এখনও তামিমই অধিনায়ক'
তামিম ইকবালের অবসর ঘোষণার পর বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হচ্ছেন, সেটি এখনই নির্ধারণ করবে না বিসিবি। আজ রাতে সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন বিসিবি সভাপতি, নাজমুল হাসান পাপন।
অবসর নিলেও বিসিবির কাছে তামিম এখনো দলের অধিনায়ক আছেন বলেই জানান বোর্ড প্রধান, 'আমাদের কাছে এখন পর্যন্ত ওয়ানডে দলের ক্যাপ্টেন হচ্ছে তামিম ইকবাল। এখন পর্যন্ত, ঠিক আছে? এবং কোনো কারণে যদি ক্যাপ্টেন না খেলে ম্যাচ ভাইস-ক্যাপ্টেন চালায়। ভাইস ক্যাপ্টেনই চালাবে।'
তামিমের অবসরের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় বিসিবি সভাপতি জানান, এখনই নতুন কোনো অধিনায়ক নিয়ে কিছু ভাবছেন না তারা, 'পার্মানেন্ট কোনো ক্যাপ্টেন আমরা এখনই দিচ্ছি না।'
আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য তামিমই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি বলে মনে করেন নাজমুল হাসান, 'আমাদের সামনের এশিয়া কাপের জন্য, বিশ্বকাপের জন্য, তামিম ইকবাল ইজ দ্য রাইট চয়েজ।'
আকস্মিকভাবে অবসর নেওয়া তামিমকে বিসিবি ফেরানোর চেষ্টা করবে কিনা এমন প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি বলেন, 'সকাল থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। তখন আমি নাফিজের কাছে একটা মেসেজ পাঠাই। ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করবো কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'