রোববার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, ডেঙ্গু প্রতিরোধে ৫ নির্দেশনা
ঈদের ছুটির পর রোববার (৯ জুলাই) থেকে খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশাবাহিত রোগটির বিস্তার রোধে পদক্ষেপ নিতে প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
বৃহস্পতিবার প্রকাশিত মাউশির বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার পরে ৫টি নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।
মানতে হবে যে পাঁচ নির্দেশনা
১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে
২. মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে
৩. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সৌন্দর্যবর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে
৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে হবে
৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকেরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রত্যহ শিক্ষার্থীদের জানাবেন
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। মশাবাহিত রোগটি এখন ৫৭টি জেলায় ছড়িয়ে পড়েছে এবং শুক্রবার (৭ জুলাই) পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১১ হাজার ২৯৮-তে পৌঁছেছে।
৭ জুলাই পর্যন্ত ঢাকায় ডেঙ্গুতে ৫১ জন এবং চট্টগ্রামে ১১ জন মারা গেছেন। ময়মনসিংহ, রংপুর ও বরিশালে ডেঙ্গুতে একজন করে মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য সেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী , রাজধানীতে ১ হাজার ৫২৮ জনসহ সারাদেশে ২ হাজার ১৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।