আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল
বিএনপি ও জাতীয় পার্টির সাথে পরপর দুটি বৈঠকের পর আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু করেছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।
রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আজ (১৫ জুলাই) দুপুর ১২টায় বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে আছেন- দলটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।
এর আগে সকালে ইইউ মিশন প্রথমে বিএনপির সঙ্গে বৈঠক করে পরে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করে।
ইইউ প্রতিনিধিদল আজ দুপুর আড়াইটায় জামায়াতে ইসলামীর সঙ্গে এবং বিকেল ৪টায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং এবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।
ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনার জন্য গত রোববার (৯ জুলাই) ঢাকায় আসে।
২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফরে থাকবেন তারা। প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন দিমিত্রা ইওনাউ, আলভেস ক্রিটিনা দস রামোস, মিলার ইয়ান জেমস, শ্যামেগনে ক্রিস্টোফার এবং মেরি-হেলেন এন্ডারলিন।