উন্নয়নের জন্য দরকার নেতৃত্বে ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা: ডিসিসিআই সভাপতি
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি সামীর সাত্তার বলেছেন, উন্নয়নের জন্য সবার আগে দরকার স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও রাজনৈতিক নেতৃত্ব। গত দেড় দশক ধরে দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রয়েছে এবং সরকারের ধারাবাহিকতা রয়েছে, যেকারণে বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে অভূতপূর্ব উন্নয়ন করেছে।
আজ শনিবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের ভূমিকা' শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সামীর সাত্তার বলেন, বাংলাদেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আছে বলেই অর্থনীতি এগোচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। রপ্তানি আয় বেড়েছে।
ডিসিসিআই সভাপতি বলেন, "এলডিসি থেকে বের হওয়ার পর বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা ও উদ্ভাবনে জোর দিতে হবে। স্মার্ট বাংলাদেশের অন্যতম অঙ্গ - স্মার্ট এডুকেশন। বাংলাদেশকে স্মার্ট করতে হলে টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনে জোর দিতে হবে। বেসরকারি খাত সরকারের সাথে একজোট হয়ে কাজ করতে আগ্রহী।" সরকার সেই সুযোগ করে দেবে বলে তিনি আশাপ্রকাশ করেন।