ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি বাংলাদেশের
সাফ চ্যাম্পিয়নশিপে সেমি-ফাইনালে ওঠার পুরস্কার পেয়েছে বাংলাদেশ। অবশ্য এটিতে কতটুকু খুশি হওয়ার জায়গা আছে সেটি সন্দেহের বিষয়।
ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৯২ তম স্থান থেকে উঠে এসেছে ১৮৯ তম স্থানে। ১৪ বছর পর সাফের সেমি-ফাইনাল খেলার ফলাফল হিসেবেই এই উন্নতি। ১৩ মাস পর র্যাংকিংয়ে ওপরে উঠলেন জামাল-জিকোরা।
দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়া কেবল সাফ জয়ী ভারতেরই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। এক ধাপ এগিয়ে তারা বর্তমানে আছে ৯৯তম স্থানে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। ফিফা র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে রানার্সআপ ফ্রান্স।
তিনে ব্রাজিল, চারে আছে ইংল্যান্ড। পাঁচে বেলজিয়াম, ছয়ে ক্রোয়েশিয়া, সাতে নেদারল্যান্ডস, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে আছে স্পেন।