পাঠান ঝড়ে জিম-আফ্রোর ফাইনালে মুশফিকদের দল
জিম্বাবুয়ে-আফ্রো টি-টেনে আগুনে বোলিং করলেও পথটা দীর্ঘ হয়নি তাসকিন আহমেদের। সাত ম্যাচে ১১ উইকেট নেওয়া ডানহাতি এই পেসারের দল বুলাওয়ে ব্রেভস নক আউট পর্বে জায়গা করে নিতে পারেনি। তবে মুশফিকুর রহিমদের দল জোহানেসবার্গ বাফেলোস দুর্বার গতিতে এগিয়ে চলেছে শিরোপার দিকে।
ইউসুফ পাঠানের ঝড়ে রুদ্ধকর ম্যাচ জিতে জিম-আফ্রো টি-টেনের ফাইনালে নাম লিখিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফাইনালে ওঠার লড়াইয়ে ডারবান কালান্দার্সকে ৬ উইকেটে হারায় তারা।
টস হেরে আগে ব্যাটিং করা নেমে আন্দ্রে ফ্লেচার ও আসিফ আলীর ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৪০ রান তোলে ডারবান। জবাবে ইউসুফ পাঠানের দানবীয় ইনিংসে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় জোহানেসবার্গ।
২২ গজে তাণ্ডব চালান ম্যাচসেরা ইউসুফ। ভারতীয় এই ব্যাটসম্যান ২৬ বলে ৮০ রানের হার না মানা ইনিংস খেলেন, হাফ সেঞ্চুরি করেন মাত্র ২০ বলে। ৩০৭.৬৯ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ইউসুফ ৫টি চার ও ৮টি ছক্কা মারেন। তাকে সঙ্গ দেওয়া মুশফিক ১০ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। ডারবানের তায়াব আব্বাস সর্বোচ্চ ২টি উইকেট নেন।
এর আগে ঝড় তোলেন আন্দ্রে ফ্লেচার ও আসিফ আলী। ১৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রান করেন ফ্লেচার। ১২ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন আসিফ। শেষ দিকে ৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৪ রান করেন নিক ওয়েলচ। জোহানেসবার্গের পক্ষে ২টি উইকেট নেন নূর আহমেদ।
প্রথম কোয়ালিফায়ারে হারলেও আরেকট সুযোগ ছিল ডারবানের, আর তা কাজে লাগিয়েছে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে হারারে হারিকেন্সকে হারিয়ে ফাইনালে উঠে দলটি। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শিরোপার লড়াইয়ে মুশফিকদের জোহানেসবার্গের মুখোমুখি হবে ডারবান।