ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ৭ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় ৭ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
বুধবার রাত থেকেই দেশের সিরাজগঞ্জ, পটুয়াখালী, দিনাজপুর, ঝিনাইদহ, রংপুর, নওগাঁ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় কয়েকটি এলাকায় প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে শহরেও। তাই ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে বুধবার দিবাগত রাত দেড়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি মধ্যরাতে দুর্বল হয়ে উত্তরের দিকে অগ্রসর হয়ে ঝিনাইদহ জেলা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৫ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিলোমিটার, যা আরো দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।