চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু, জেটিতে ফিরছে জাহাজ
ঘুর্ণিঝড় আম্পানের প্রভাব কমে আসায় একদিন পর শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম। বৃহস্পতিবার সকালে বর্হিনোঙ্গর থেকে ফিরিয়ে আনা হচ্ছে জাহাজ। বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা ৪ নম্বর এলার্ট নামিয়ে ১ এ নিয়ে এসেছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে।
চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষণ ক্যাপ্টেন ফরিদুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আবহাওয়া অধিদপ্তর ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এলার্ট ১ জারি করে। এর ফলে বন্দরের অপারেশনাল কাজ পুনরায় শুরু হয়েছে। জেটি থেকে কন্টেইনার খালাসরত অবস্থায় বর্হিনোঙ্গরে পাঠিয়ে দেওয়া সকল জাহাজকে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় জেটিতে ফেরত আনা হচ্ছে। এছাড়া বর্হিনোঙ্গরে লাইটার জাহাজে খালাসরত যেসব মাদার ভ্যাসেল (বড় জাহাজ) কুতুবদিয়া ও কক্সবাজার উপকুলে পাঠানো হয়েছিল সেগুলোকেও পুনরায় বর্হিনোঙ্গরে আনা হচ্ছে। তবে জোয়ার থাকায় জাহাজগুলো ফেরত আনতে সময় লাগছে।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ সতর্কতা ৪ জারি করে কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয় বন্দরের সকল ধরনের কার্যক্রম। এর আগে মঙ্গলবার ভোরে বন্দরের জেটি থেকে সকল জাহাজ বর্হিনোঙ্গরে পাঠানো হয়।