বাংলাদেশে সহিংসতামুক্ত অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: রাজনৈতিক দলগুলোই ভোটের প্রক্রিয়া নির্ধারণ করবে: রাষ্ট্রদূত হাস
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, তার দেশ বাংলাদেশে একটি সহিংসতামুক্ত অবাধ, সুষ্ঠু নির্বাচন চায়।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) মার্কিন রাষ্ট্রদূত বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষমতাসীন দলটির নেতাদের সাথে বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'যুক্তরাষ্ট্র সহিংসতামুক্ত অবাধ,সুষ্ঠু নির্বাচন চায়। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা থাকতে হবে। তবে কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে।'
রাষ্ট্রদূত বলেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে নয়, যুক্তরাষ্ট্র কেবল গণতন্ত্রকে সমর্থন করে।
'আমি আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সাথে মতবিনিময় করেছি। তাদের সকলকে যুক্তরাষ্ট্রের নীতির বিষয়ে জানিয়েছি। প্রতিটি মিটিংয়ে একই বার্তার পুনরাবৃত্তি করেছি। যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী-আমরা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করি; যেখানে কোনো পক্ষ থেকে সহিংসতা হবে না'- বলেন তিনি।
আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিটার হাসের সাথে বৈঠক করেন।
দলীয় কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান কাদের।
পিটার হাসের সঙ্গে এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।