ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৩ জনে, ইতিহাসে সর্বোচ্চ
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ১০ রোগীর মৃত্যু হয়েছে, এতে মশাবাহিত রোগটিতে বাংলাদেশে মৃতের সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ বা ২৮৩ জনে পৌঁছেছে।
২০২২ সালে দেশে সর্বোচ্চ ২৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে এ রোগে ২০১৯ সালে সর্বোচ্চ ১৭৯ জন মারা গিয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৮৯ ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে চলতি বছরে মোট ৫৯ হাজার ৭১৬ জন ডেঙ্গু আক্রান্তের ঘটনা নথিবদ্ধ হয়েছে।
নতুন রোগীদের মধ্যে ১ হাজার ১০১ জন ঢাকায়, এবং বাকি ১ হাজার ৪৮৮ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়।
চলতি বছরে এপর্যন্ত চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫০ হাজার ২২৩ জন।
বর্তমানে ঢাকায় ৪ হাজার ৬৫০ জনসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯ হাজার ২১০ রোগী চিকিৎসাধীন রয়েছেন।