১৮ মিনিটেই শেষ মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচের সব টিকেট
নামটা যখন লিওনেল মেসি তখন নড়েচড়ে তো বসতেই হয়। টেলিভিশনের পর্দায় যাকে এতদিন দেখে এসেছেন, তাকে যদি সামনাসামনি দেখতে পাওয়া যায় তাহলে তো কথাই নেই।
যতো টাকাই লাগুক না কেন, মেসিকে স্বচক্ষে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইবেন কে? আর তাও আবার মেসিকে খেলতে দেখার মতো সৌভাগ্য কজনেরই হয়! তাই আকাশচুম্বী দামের টিকেটও শেষ হয়ে গেছে মুহূর্তের মধ্যেই।
লিগ কাপের শেষ ষোলোয় ইন্টার মায়ামির প্রতিপক্ষ এফসি ডালাস। ডালাসের মাঠ টয়োটা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর এবারই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি।
২০ হাজার দর্শক এই মাঠে বসে খেলা দেখতে পারবেন। নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার মাত্র ১৮ মিনিটের মধ্যে সব টিকেট শেষ হয়েছে। এফসি ডালাসের টিম অফিশিয়ালসদের মতে, তাদের ইতিহাসে দ্রুততম সময়ে সব টিকেট বিক্রি হওয়ার নজির এটি।
টিকেটের সর্বনিম্ন দাম ২৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩২ হাজার টাকার বেশি। আর অফিশিয়ালি টিকিট বিক্রি করা ওয়েবসাইট এএক্সএসে দেখা যাচ্ছে ৬০০ ডলার বা বাংলাদেশি ৬৫ হাজার টাকারও বেশি দামে।
২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। লিগ কাপের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল ক্রুজ আজুল। এই ম্যাচের আগে টিকেটের দাম বেড়ে গিয়েছিল বহুগুণ।
টিকেট বিক্রি করা ওয়েবসাইট 'ভিভিড সিটসে' দেখা গেছে, এই ম্যাচের টিকেট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ ছিলো। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার বা বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা।