মশা নিধনে বিটিআই প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর
চলমান মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো বিটিআই কীটনাশক প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সোমবার (০৭ আগস্ট) সকালে মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে ঢাকা উত্তর সিটির অঞ্চল ৩-এর আওতাধীন গুলশান-২ এর ৪৭ নং সড়ক এলাকায় প্রথমবারের মতো এই কীটনাশক ব্যবহার করা হয়।
এ সময় মেয়র বলেন, "গত ৪০ বছর ধরে আমরা টেমিফস্ট (কীটনাশক) ব্যবহার করতাম মশক নিধনে। কিন্তু অন্যান্য উন্নত বিশ্বে এখন ব্যবহার করছে বিটিআই কীটনাশক। বিভিন্ন দেশে দেখার পরে আমরা বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে এটি নিয়ে এসেছি।"
সরকারি সব প্রটোকল মেনে সিঙ্গাপুর থেকে এই বিটিআই আনা হয়েছে, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মেয়র আতিকুল ইসলাম বলেন, "বিটিআই পরিবেশ রক্ষা করে। অর্থাৎ, এটি ব্যবহারের ফলে এখানে মাছের কোনো ক্ষতি হবে না, জলজ প্রাণীর ক্ষতি হবে না। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে ক্ষতিকর লার্ভা ধ্বংস করবে।"
"টেমিফস্ট সপ্তাহে দুইবার ব্যবহার করা হতো। কিন্তু বিটিআই একটি এলাকায় একবার প্রয়োগ করলে ১০ দিনের মধ্যে সেখানে আর নতুন করে স্প্রে করতে হবে না। তবে যদি বৃষ্টি হয় তাহলে আবার সাত দিন পরপর করতে হবে," যোগ করেন তিনি।
মেয়র জানান, ঢাকা উত্তরের দশটি অঞ্চলের পুরো টিমকে আগামী পাঁচ দিন এই কীটনাশক কীভাবে প্রয়োগ করতে হয়, সে বিষয়ে ট্রেনিং দেওয়া হবে।
প্রতিটি অঞ্চলের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং ওয়ার্ডগুলোর মশক কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরে তারা এটি প্রয়োগ করবেন। পুরো প্রয়োগ প্রক্রিয়াটি কঠোর মনিটরিং এর মধ্যে রাখা হবে বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে, আগামী তিন মাসের জন্য পাঁচ টন বিটিআই আমদানি করা হয়েছে।