করোনাভাইরাস: সশস্ত্র বাহিনীর ১৩৬৪ কর্মকর্তা ও পরিবারের সদস্য আক্রান্ত, মৃত্যু ১০
দেশে কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত এক হাজার ২০ জন কর্মকর্তা, তাদের পরিবারের ৯২ জন সদস্য এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জনসহ মোট ১,৩৬৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল আলম খান ওই বিজ্ঞপ্তিতে পরিচালকের পক্ষে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তি অনুসারে, কোভিড-১৯-এ আক্রান্তদের মধ্যে ৯৩৩ জন দেশের বিভিন্ন সিএমএইচএ-এ চিকিৎসাধীন রয়েছেন এবং ৪২১ জন সর্ম্পূণ সুস্থ হয়ে নিজ বাসস্থানে ফিরে গেছেন। বর্তমানে ভর্তি অপর সকল রোগী সুস্থ আছেন।
সিএমএইচএ এখন পর্যন্ত ১০ জন রোগী মারা গেছেন। এদের মধ্যে ৬০ বছর বেশি বয়স্ক ৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং দুইজন কর্মরত সেনাসদস্য ছিলেন। এরা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এই কারণে ভাইরাসে সংক্রমিত হওয়ার পর তাদের মৃত্যু হয়।
আইএসপিআর সূত্র জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সকল সদস্য, তাদের পরিবারবর্গ এবং অবসরপ্রাপ্ত সদস্যদের কোভিড-১৯-এর নমুনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউড অব প্যাথলজি (এএফআইপি) সহ দেশের সকল সিএমএইচএ- এ মোট ১৩টি 'আরটিপিসিয়ার' মেশিন প্রতিনিয়ত কাজ করে চলেছে। এছাড়া সকল সামরিক হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধসহ আনুষাঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ আছে।
এখন পর্যন্ত সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর চার হাজার ৩৭৫ জন, পরিবারের সদস্য ৭৭৪ জন এবং বেসামরিক অন্যান্য ২,২৬১ জন সদস্যের মোট ৭,৪১০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত সকল স্বাস্থ্যবিধি মেনেই কোভডি-১৯ সংক্রমিত রোগীদের সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসকদের মাধ্যমে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।