স্বল্প পরিচিত এক সিনেটর যেভাবে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী
বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সিনেটর আনোয়ারুল হক কাকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করতে একমত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ। কয়েক সপ্তাহ আলোচনার পর তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।
বেলুচিস্তানের বাসিন্দা কাকার দেশটির অষ্টম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। রাজা রিয়াজের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের পর প্রেসিডেন্ট ড. আরিফ আলভি কাকারের নিয়োগ সংক্রান্ত বিদায়ী প্রধানমন্ত্রী শরিফের পাঠানো সারসংক্ষেপে স্বাক্ষর করেন।
এ ঘটনার পরপরই আলোচনায় উঠে এসেছেন কাকার। কীভাবে একজন স্বল্প পরিচিত সিনেটর ক্ষমতাসীন সরকার এবং একইসঙ্গে বিরোধী দলের আস্থা অর্জন করলেন, তা আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে এটিই প্রতীয়মান হলো যে, বেলুচিস্তানের বিএপির দেশ চালানোর সক্ষমতা রয়েছে।
বিদায়ী ক্ষমতাসীন জোটের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যম ডনকে বলেছেন, "কাকারকে মনোনীত করা ক্ষমতাসীন জোটের অনেকের জন্যই ছিল একটি 'বিস্ময়কর' ব্যাপার। এমনকি যারা কাকারের মনোনয়নের সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন, তারাও তার (কাকারের) নাম সম্পর্কে অবগত ছিলেন না।"
তত্ত্বাবধায়কের আসনে ক্ষমতাসীনদের লোক বসানোর ক্ষেত্রে শরিফ সরকারের ব্যর্থতার প্রসঙ্গে তিনি বলেন, "কাকারের নাম অন্য কোথাও থেকে এসেছে; আর এটি জোটের সব শরিকদের কাছেই গ্রহণযোগ্য হয়েছে।"
একই রকম মন্তব্য করেছেন পিপিপি নেতা সৈয়দ খুরশীদ শাহ। তিনি বলেছেন, কাকার যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হবেন, তা কেউই জানতো না।
"পিপিপি তিনটি নাম প্রস্তাব করেছিল; সেগুলোও ছিল ভালো বিকল্প। তবে তার (কাকারের) নাম যেখান থেকেই আসুক না কেন, ভালো কিছুই হবে- আমাদের এখন এমনটিই আশা করা উচিত," বলেন তিনি।
এদিকে কাকার আজ রোববার (১৩ আগস্ট) শপথ নেবেন দাবি করে বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ সাংবাদিকদের বলেছেন, "আমি এই নাম দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন... প্রধানমন্ত্রী এবং আমি সারসংক্ষেপে স্বাক্ষর করেছি।"
যদিও প্রেসিডেন্টের একটি সূত্র ডনকে জানিয়েছে, দু-একদিনের মধ্যেই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী শপথ নেবেন।
রাজা রিয়াজ বলেছেন, প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে, তারা বিবেচনাধীন থাকা অন্য নামগুলো প্রকাশ করবেন না। উভয় পক্ষই ইতোমধ্যে তাদের ইচ্ছা জানিয়েছে- তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কোনো ছোট প্রদেশ থেকেই নির্ধারিত হবেন।
সারসংক্ষেপে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরপরই কাকারকে প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত সমস্ত নিরাপত্তা ও প্রোটোকল প্রদান করা হয়।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনায়, জোটের শরিকরা যে কারও নাম নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী শরিফকে সম্পূর্ণ কর্তৃত্ব দিয়েছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী শরিফ সারসংক্ষেপে স্বাক্ষর করার পরে পরামর্শমূলক এই প্রক্রিয়ায় সহযোগিতার জন্য বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে বিএপি সিনেটর আব্দুল কাদির বলেন, তার দল তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদে কাকারকে মনোনীত করার জন্য গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
তিনি বলেন, সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি কাকারের পক্ষে লবিংও করেছেন এবং গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী শরিফসহ বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ, পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের প্রধান মাওলানা ফজলুর রহমান এবং পিএমএল-এন-এর অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করেছেন।
পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম নির্ধারণ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। রাজা রিয়াজ ক্ষমতাসীন জোটের মনোনীত নামে একমত হতে পারছিলেন না বিধায় তত্ত্বাবধায়কের নাম নির্ধারণে বিলম্ব হতে থাকে। অবশেষে, শনিবার (১২ আগস্ট) সব জল্পনা পেরিয়ে আনোয়ারুল হক কাকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিল পাকিস্তান।