ইয়াসির জানালেন, তিনি মারা যাননি
শুক্রবার করাচিতে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি নাম পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহর। মুহূর্তেই এই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু খবরটি যে গুজব, সেটা নিশ্চিত করেছেন ইয়াসির শাহ নিজেই।
লাহোর থেকে ছেড়ে আসা বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এই বিমানে ইয়াসির শাহ ছিলেন এবং তিনি মারা গেছেন, টুইটারে এমন খবর ছড়িয়ে পড়ে।
ইয়াসিরের মৃত্যুর খবরে অনেকেই শোক জানান। কেউ কেউ আবার এমন খবরে বিশ্বাস রাখতে পারেননি, তারা খবরটির সত্যতা জানতে চেয়ে টুইট করেছেন। অবশেষে ইয়াসির নিজেই ধোঁয়াশা পরিস্কার করেন।
পাকিস্তানের এই লেগ স্পিনার জানিয়েছেন, তিনি মারা যাননি, পুরোপুরি সুস্থ আছেন। এক টুইটে তিনি লিখেছেন, 'মহান সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা। আমি নিজের ঘরে নিরাপদেই আছি। বিমান দুর্ঘটনায় আমরা যাদেরকে হারিয়েছি, তাদের জন্য প্রার্থনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন।'
যদিও কিছুক্ষণ পরই এই টুইট মুছে ফেলেন ইয়াসির। এরপর তার অ্যাকাউন্ট থেকে আর কোনো টুইট করা হয়নি। এই ব্যাপারটি কিছুটা রহস্যেরই জন্ম দিয়েছে।
২০১১ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইয়াসির শাহর। তবে নিয়মিতভাবে দলটির হয়ে খেলা হয়নি তার। পাকিস্তানের হয়ে ৩৯ টেস্ট, ২৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির।