ইউনূসের বিরুদ্ধে মামলা স্থগিত করতে প্রধানমন্ত্রীকে শতাধিক নোবেলজয়ীর চিঠি
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিতের আহ্বান জানিয়ে শতাধিক নোবেল বিজয়ীসহ ১৭০ জনের বেশি বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন।
সোমবার (২৮ আগস্ট) 'প্রটেক্টইউনূস ডট ওয়ার্ডপ্রেস ডটকম' শীর্ষক একটি ব্লগে প্রকাশিত ওই চিঠিতে লেখা হয়, 'সম্প্রতি তাকে যেটির লক্ষ্যবস্তু করা হয়েছে, সেটিকে আমরা ক্রমাগত বিচারিক হয়রানি বলে মনে করি, যা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ চিঠিটি তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন ৪০ জন বিশ্বনেতা কর্তৃক আপনার নিকট আগে থেকেই একটি আবেদন তৈরির প্রচেষ্টা।'
স্বাক্ষরকারী ১৭৪ জন ব্যক্তি বাংলাদেশি এ নোবেল বিজয়ীর নিরাপত্তা ও স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
ব্লগ পোস্টটি অনুসারে, এর আগে মার্চ মাসে একটি চিঠি পাঠানো হয়েছিল। তারই পরবর্তী চিঠি এটি। বাংলাদেশের ৩৪ জন বিশিষ্ট নাগরিকের দেওয়া বিবৃতির সঙ্গে সংহতি প্রকাশ করে নতুন এ চিঠিটি লেখা হয়েছে। ইউনূসের বিচার চলার মধ্যে আগামী ৩১ আগস্ট মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস-এর আন্তর্জাতিক সংস্করণে চিঠিটি পূর্ণ-পৃষ্ঠার বিজ্ঞাপন হিসেবে প্রকাশের কথা রয়েছে।
চিঠির শুরুতে বলা হয়েছে, 'আমরা আপনার কাছে নোবেল বিজয়ী, নির্বাচিত কর্মকর্তা, ব্যবসায় ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বন্ধু হিসেবে লিখছি। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আপনার জাতি যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে, আমরা তার প্রশংসা করি।'
এরপর চিঠিতে দেশের আগামী নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, 'তবে আমরা সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের যে হুমকি দেখেছি, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি যে, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনের প্রশাসন যেন দেশের সব প্রধান দলের কাছে গ্রহণযোগ্য হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
'বিগত দুটি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল।'
বিশ্বনেতারা বলেন, 'বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের জন্য যে হুমকিগুলো আমাদেরকে চিন্তিত করে, তার একটি হচ্ছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মামলা।
'সম্প্রতি তাকে যেটির লক্ষ্যবস্তু করা হয়েছে, সেটিকে আমরা ক্রমাগত বিচারিক হয়রানি বলে মনে করি, যা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ চিঠিটি তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন ৪০ জন বিশ্বনেতা কর্তৃক আপনার নিকট আগে থেকেই একটি আবেদন তৈরির প্রচেষ্টা।'
চিঠিতে বিশ্বনেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করতে এবং এরপর আন্তর্জাতিকভাবে আইনবিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত ব্যক্তিদের নিয়ে তৈরি একটি নিরপেক্ষ বিচারিক প্যানেল দ্বারা অভিযোগগুলো পর্যালোচনা করতে আহ্বান জানিয়েছেন।
'আমাদের দৃঢ় বিশ্বাস যে, তার বিরুদ্ধে থাকা দুর্নীতিবিরোধী এবং শ্রম আইনের মামলাগুলোর যেকোনে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হলে তাকে দায়মুক্তি দেওয়া হবে,' তারা বলেন।
এছাড়া, অধ্যাপক ইউনূসের প্রশংসা করে স্বাক্ষরকারীরা লেখেন, 'আপনি জানেন, প্রফেসর ইউনূসের কাজে — যা আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক — কীভাবে সামাজিক ব্যবসা আন্তর্জাতিক অগ্রগতির জন্য একটি শক্তি হয়ে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন তৈরি করতে পারে তার ওপর আলোকপাত করা হয়েছে।
'সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশ এবং বাংলাদেশিরা কীভাবে বৈশ্বিক অগ্রগতিতে অবদান রেখেছেন তার একটি প্রধান উদাহরণ তিনি। আমরা আন্তরিকভাবে কামনা করি যে, তিনি নিপীড়ন বা হয়রানি ছাড়াই তার উদ্ভাবনী কাজ চালিয়ে যেতে সক্ষম হবেন।
'আমরা আশা করি, আপনি একটি সমীচীন, নিরপেক্ষ এবং ন্যায্য পদ্ধতিতে এ আইনি সমস্যাগুলোর সমাধান নিশ্চিত করবেন এবং আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন এবং সকল প্রকার মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করবেন।'
চিঠিটি শেষে বলা হয়, 'আগামী দিনগুলোতে এ বিষয়সমূহ কীভাবে সমাধান করা হয় তার ওপর বিশ্বের লাখো উদ্বিগ্ন মানুষের সঙ্গে তাল মিলিয়ে আমরাও নিবিড়ভাবে নজর রাখব।'
খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপতি বারাক ওবামা; পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস-হোর্টা; আয়ারল্যান্ডের প্রাক্তন রাষ্ট্রপতি ম্যারি রবিনসন; নোবেল বিজয়ী আল গোর (শান্তি), ওরহান পামুক (সাহিত্যা), হার্ভে জে. অল্টার (চিকিৎসা) প্রমুখ।