তোশাখানা মামলায় ইমরান খানের ৩ বছরের সাজা স্থগিত
তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের তিন বছরের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।
মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে বহুল প্রত্যাশিত এই আদেশ দেন।
বিচারপতি ফারুক বলেন, "রায়ের কপি খুব শীঘ্রই পাওয়া যাবে… আমরা এখন জানাচ্ছি যে, (ইমরানের) অনুরোধ অনুমোদন করা হয়েছে।"
পিটিআই চেয়ারম্যানের আইন বিষয়ক সহকারী নাঈম হায়দার পাঞ্জোথাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বতন টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন 'সিজে (প্রধান বিচারপতি) আমাদের অনুরোধ রেখেছেন, সাজা স্থগিত করেছেন এবং বলেছেন পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত দেওয়া হবে।'
তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান কারাগার থেকে কবে মুক্তি পাবেন, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে, গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি বিচারিক আদালত পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)-এর দায়ের করা দুর্নীতির মামলায় পিটিআই প্রধানকে দোষী সাব্যস্ত করে। রাষ্ট্রীয় উপহারের বিবরণ গোপন করার সঙ্গে জড়িত থাকার অপরাধে ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের পরেই তিনি পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে ছিটকে পড়েন। তাকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়।
পরে ইমরান ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। তাকে দোষী সাব্যস্ত করা বিচারিক আদালতের বিচারকের কাছে মামলাটি ফেরত পাঠানোর আইএইচসি'র সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের (এসসি) কাছেও গিয়েছেন।