নিখোঁজের ৩ দিন পর বিল থেকে শিশুর লাশ উদ্ধার
গাজীপুরে নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার বাড়ির পাশের বিল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় সাড়ে চার বছর বয়সের নিহত ওই শিশুর নাম আব্দুল্লাহ ছাদমান হুদাইফা। সে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল বেপারীপাড়া এলাকার হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমানের ছেলে।
জিএমপি'র পূবাইল থানার এসআই ওমর আলী বখতিয়ার ও নিহতের স্বজনরা জানান, গত শনিবার বাড়ির পাশের মাঠে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় ছাদমান। অনেক খুঁজেও সন্ধান না পেয়ে পরদিন ওই শিশুর পিতা পূবাইল থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে নিখোঁজ হওয়ার তিন দিন পর মঙ্গলবার সকালে বাড়ি থেকে উল্টোদিকের বিলে ওই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, নিহত শিশুর শরীরে জখমের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।