টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন
ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে এশিয়া কাপের সুপার ফোরে ওঠে বাংলাদেশ। যদিও আসরের শুরুর মতো দ্বিতীয় ধাপেও শুরুটা ভালো হয়নি তাদের। পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হার মানে সাকিব আল হাসানের দল। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
সুপার ফোরে ওঠার আগের মতো এই ম্যাচটিও বাংলাদেশের কাছে বাঁচা-মরার লড়াই হয়ে উঠেছে। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ম্যাচটি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে।
কন্ডিশন বিবেচনায় একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ব্যাটসম্যান কমিয়ে বোলার বাড়ানো হয়েছে। বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। তার জায়গায় সুযোগ হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকসানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।