আজ থেকে সীমিত আকারে খুলছে দোকানপাট, চলবে ট্রেন ও লঞ্চ
দীর্ঘ দুই মাস লকডাউনের পর আজ রোববার থেকে চালু হচ্ছে বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস। করোনাভাইরাসের কারণে চলমান লকডাউন আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সীমিতভাবে অফিস চালুর পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ।
পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে হাটবাজার, দোকানপাট ও শপিংমল। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তা খোলা রাখা যাবে।
৩১ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে এ তথ্য জানানো হয়েছে। তবে এসময়ে গণপরিবহণগুলো কীভাবে চলবে সে বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। এতে ১৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে দেশের অফিস-আদালত বন্ধ করা হয। আর তখন থেকেই গণপরিবহণও বন্ধ রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, উক্ত সময়ে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহণ, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারে। তবে সব অবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।
এছাড়া বিমান কর্তৃপক্ষ ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বিষয়টি বিবেচনা করবে।
নিষেধাজ্ঞাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। তবে অনলাইন পাঠদান অব্যাহত থাকবে।
৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে রেল
৩১শে মে থেকে ১৫ই জুন পর্যন্ত ৫০ শতাংশ টিকিট বিক্রির মাধ্যমে শুধুমাত্র আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে।
তিনি বলেন, সীমিত পরিসরে ট্রেন চালানো হবে। সেক্ষেত্রে একটি সিট বাদ দিয়ে টিকিট বিক্রি করা হবে। একটি ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে।
বাড়েনি লঞ্চের ভাড়া
বরিশাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী লঞ্চের ভাড়া বাড়ানো হয়নি। গতকাল শনিবার থেকে বিভিন্ন কাউন্টারে এসব লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। লঞ্চ মালিকরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা থাকলেও আপাতত ১০ জুন পর্যন্ত ভাড়া বাড়ানো হচ্ছে না।
বাস ভাড়া বাড়ল ৮০ শতাংশ
স্বাস্থ্যবিধি মেনে বাস ভ্রমণে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এটি কার্যকর হবে।
তবে ভাড়ার এ হার কার্যকর করতে হলে বাসগুলোকে অবশ্যই ৫০ শতাংশ আসন ফাঁকা রাখতে হবে। এছাড়া কোনো যাত্রী দাঁড়িয়ে চলাচল করতে পারবে না। গতকাল শনিবার বিআরটিএর ভাড়া পর্যালোচনা কমিটির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে ২০১৫ সালের মে মাসে সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল।