বৃষ্টি বাধার ম্যাচে মিরাজ-তামিমের ব্যাটে ছোট পুঁজি বাংলাদেশের
বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। বৃষ্টির বাধায় ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ নয় উইকেট হারিয়ে তুলেছে ১৮৮ রান। বৃষ্টি আইনে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৯৭।
প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং দাপট দেখিয়ে শ্রীলঙ্কাকে হেসেখেলেই হারিয়েছে বাংলাদেশ। তবে আজ ইংল্যান্ডের পেসারদের সামনে সেই দাপট দেখাতে পারলেন না লিটন-মুশফিকরা।
আগের ম্যাচে ৮৪ রান করা তামিম আজ করলেন ৪৫ রান। লিটন দাস রান পাননি, আউট হয়েছেন পাঁচ রান করেই। মিরাজ ধরে রেখেছেন নিজের ফর্ম। দলের সর্বোচ্চ ৭৪ রান এসেছে তার ব্যাট থেকেই।
বাকি ব্যাটসম্যানরা তেমন অবদান রাখতে পারেননি। ইংল্যান্ডের পেসাররা বেশি ভুগিয়েছেন বাংলাদেশকে। টপলে তিনটি, উইলি দুটি, উড এবং কারান নেন একটি করে উইকেট। আদিল রশিদ নেন দুটি উইকেট।
১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২ ওভার খেলে তুলেছে ২৮ রান। মালানকে তামিমের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজ।