বেঙ্গালুরুর পাবে বসে নিউজিল্যান্ডের জন্য 'চিয়ার আপ' করা রাচিনই এবার ভরসা কিউইদের
২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের অন্যতম ভরসার জায়গা রাচিন রবীন্দ্র। এই বাঁহাতি ওপেনারকে ঘিরে স্বপ্ন দেখছে কিউইরা। ব্যাটিংয়ের পাশাপাশি নিজের বাঁহাতি স্পিন বোলিংটাও বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন রাচিন।
২০১৯ বিশ্বকাপের ফাইনালে রাচিন রবীন্দ্র কিউদের পরাজিত হতে দেখেছেন বেঙ্গালুরুর একটি পাবে বসে। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন আরো তীব্র হয় তখনই।
রাচিনের নাম তার বাবা রেখেছেন দুই ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় এবং শচীন টেন্ডুলকারের নামের প্রথম অংশ মিলিয়ে। দুই বছর আগে তার টেস্ট ক্রিকেটে অভিষেকও হয়েছে ভারতের বিপক্ষেই। এবার নিজের প্রথম বিশ্বকাপটা ভারতের মাটিতেই খেলতে যাচ্ছেন রাচিন।
নিজের টেস্ট অভিষেকের সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে রাচিন বলেন, 'ভারতে আমার টেস্ট অভিষেক হওয়াটা ছিলো বিশেষ কিছু। এখানকার সমর্থকরা আলাদা। এই অভিজ্ঞতা আমার জন্য অন্যরকম এক অনুভূতি ছিলো।'
ভারতের শেকড় থাকায় এখানেই বিশ্বকাপ খেলতে পারাটা রাচিনের জন্য দুর্দান্ত কিছুই, 'আমার মা-বাবা ভারতীয়। এখানে নিজের প্রথম বিশ্বকাপ খেলছি, এটা আমার কাছে দুর্দান্ত বিষয়।'
রাচিন তার বাবার ক্রিকেট ক্লাবের হয়ে ভারত সফর করেছেন আগেও। আন্তর্জাতিক ক্রিকেট তো খেলেছেনই। বিশ্বকাপে সেই অভিজ্ঞতা কাজে দেবে বলে বিশ্বাস তার, 'অবশ্যই এখানে আগে খেলার অভিজ্ঞতা অনেক কাজে দেবে। ভারতে খেলাটা সবসময়ই দারুণ অভিজ্ঞতা। স্পিন বোলিং কীভাবে সামলাতে হয় সেটি শেখা যায়, নিজের স্পিন বোলিংটাও দেখে নেওয়া যায়। '
প্রস্তুতি ম্যাচে ওপেন করতে নেমে পাকিস্তানের বিপক্ষে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রাচিন। বিশ্বকাপেও তার এমন ফর্মের দিকেই তাকিয়ে থাকবে নিউজিল্যান্ড। ভারতের মাটি মিশে থাকা রাচিন সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা, তা সময়ই বলে দেবে।