না ফেরার দেশে কবি আসাদ চৌধুরী
বরেণ্য কবি আসাদ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরন্টোতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
এর আগে গত ১৫ জুন রাতে স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিলে টরন্টোর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় তাকে। পরে অবস্থান উন্নতি না হওয়ায় আসাদ চৌধুরীকে ইমারজেন্সিতে নেওয়া হয়।
১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন কবি আসাদ চৌধুরী।
কবিতা আবৃত্তির মাধ্যমে জনপ্রিয়তা পেলেও আসাদ চৌধুরি মূলত টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার জন্য বেশি পরিচিত।
মৌলিক কবিতা ছাড়াও বিভিন্ন শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ও অনুবাদ করেছেন তিনি। এছাড়া, তিনি কবি আল মাহমুদ পরিষদের সভাপতি ছিলেন।
১৯৮৩ সালে তার লেখা 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ' শীর্ষক গ্রন্থটি প্রকাশিত হয়। একই বছর বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক গ্রন্থ 'সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু' সম্পাদনা করেন কবি আসাদ চৌধুরী।
১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন তিনি। ২০১৩ সালে পান একুশে পদক।