পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
সোনা জয়ের স্বপ্ন পূরণ না হলেও স্বান্তনা হিসেবে এশিয়ান গেমসে ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে সাইফ হাসানের দল। চীনের হাজুংয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি ম্যাচে ফলাফলের জন্য দুই দলকেই অন্তত পাঁচ ওভার করে খেলতেই হয়। বৃষ্টির বাধায় সেই ন্যুনতম ওভারের খেলাই মাঠে গড়াতে পেরেছে। আর তাতেই পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাইফ। ৫ ওভারে এক উইকেট হারিয়ে ৪৮ রান তোলে পাকিস্তান। মির্জা বেগ ১৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।
বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় পাঁচ ওভারে ৬৫। প্রথম ওভারেই পরপর দুই বলে জাকির ও সাইফ ফিরে যান। বাংলাদেশের স্কোর ছিলো দুই উইকেট হারিয়ে এক রান। এরপর আফিফ হোসেন আর ইয়াসির আলী বাংলাদেশকে নিয়ে যান জয়ের কাছে।
আফিফ ১১ বলে করেন ২০ রান। ইয়াসির আলী ১৬ বলে তিন চার ও দুই ছয়ে করেন ৩৪ রান। জয়ের জন্য বাংলাদেশের শেষ ওভারে ২০ রান দরকার ছিলো। শেষ বলে প্রয়োজন দাঁড়ায় চার রানে। নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই চার মেরে বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দেন রাকিবুল হাসান।