আরেকটি বড় হারে বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা বাংলাদেশের
কিছুদিন আগে চান্দিকা হাথুরুসিংহে এক সাক্ষাৎকারে বলেন; যারা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন, তারা যেন ঘুম থেকে জেগে ওঠেন। নিজেদের বিশ্বকাপ মিশন শুরুর আগের দিন বাংলাদেশের প্রধান কোচই সেমি-ফাইনাল স্বপ্নের কথা জানান। আগের মন্তব্যের কথা মনে করালে তিনি জানান, ক্রিকেটারদের চাপ কমাতে অমন বলেছিলেন। আদতে দলের ক্রিকেটারদের মতো তার স্বপ্নও শেষ চার।
বিশ্বকাপ স্বপ্নের পথে আফগানিস্তানকে হারিয়ে দারুণ শুরুই করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে সেই দলটির দেখা মিললো না, এমনকি সামান্যতম লড়াইও করতে পারলো না সাকিব আল হাসানের দল। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারা বাংলাদেশ বড় ব্যবধানে হারলো নিউজিল্যান্ডের বিপক্ষেও। শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ৬ ম্যাচেই হারলো বাংলাদেশ। এই ৬ ম্যাচেই রান তাড়া করে জিতেছে কিউইরা। দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপে টানা তৃতীয় জয়ের দেখা পেল, উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দুঃস্বপ্নের শুরুর পর সাকিব ও মুশফিকুর রহিমের জুটিতে লড়াকু সংগ্রহের পথে থাকা বাংলাদেশের শেষটা চাওয়া মতো হয়নি। এই দুজন আউট হওয়ার পর আসা-যাওয়ার মিছিল শুরু হয়। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ৯ উইকেটে ২৪৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ব্যাটে ৪২.৫ ওভারে ২ উইকেট হারিয়েই জয় তুলে নিউজিল্যান্ড, তখনও বাকি ছিল ৪৩ বল।
যদিও জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দারুণ এক ডেলিভারিতে ৯ রান করা রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। দলীয় ১২ রানে উইকেট হারানো নিউজিল্যান্ডকে অবশ্য বেগ পেতে হয়নি। দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়ে দলকে ঠিক পথেই রাখেন আরেক ওপেনার ডেভন কনওয়ে ও চোট কাটিয়ে সাত মাস পর মাঠে নামা কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
উইকেটের যখন দেখা নেই, আগের মতো করে ত্রাতা হয়ে হাজির সাকিব। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৪৫ রান করা কনওয়েকে ফিরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপের ৩৯তম উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে ছাড়িয়ে যান অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার। দ্বিতীয় উইকেট হারানোর চাপও বুঝতে হয়নি নিউজিল্যান্ডকে। তৃতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে জুটি গড়ে তোলেন দাপুটে ব্যাটিং করা ড্যারিল মিচেল।
উইলিয়ামসন চোট পেয়ে মাঠ ছাড়ার আগে এই জুটি ১০৯ বলে ১০৮ রান যোগ করে। ১০৭ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৭৮ রান করা উইলিয়ামসন স্বেচ্ছায় মাঠ ছাড়েন। উইকেটে গিয়েই ঝড় তোলা মিচেল ৬৭ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৮৯ রানের হার না মানা ইনিংস খেলেন, ছক্কা মেরে খেলা শেষ করেন তিনি। ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। কিউইদের যাওয়া উইকট দুটি নেন মুস্তাফিজ ও সাকিব।
এর আগে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর কিছুটা প্রতিরোধের পর হঠাৎ-ই দিকহারা অবস্থা। সেখান থেকে হাল ধরে ১০০ ছুঁইছুঁই জুটিতে অনেকটা পথ এগিয়ে দেন সাকিব আল ও মুশফিক। এ দুজন আউট হওয়ার পর মাহমুদউল্লাহ ছাড়া বাকিদের কেউ-ই দলের হয়ে ব্যাট চালাতে পারেননি।
৭৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ইনিংস সেরা ৬৬ রান করেন মুশফিক। বিশ্বকাপে এটা তার অষ্টম হাফ সেঞ্চুরি, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। শেষ দিকে নেমে এক পাশ আগলে খেলা মাহমুদউল্লাহ ৪৯ বলে ২টি করে চার ও ছক্কায় অপরাজিত ৪১ রান করেন।
মুশফিকের সঙ্গে ৯৬ রানের জুটি গড়া সাকিব ৫১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় করেন ৪০ রান। এই ইনিংস খেলার পথে বিরাট কোহলি ও ক্রিস গেইলকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ছয় নম্বরে উঠে গেছেন তিনি।
ইনিংসের প্রথম বলেই আউট হন লিটন কুমার দাস, আরেক ওপেনার তানজিদ হাসান তামিম করেন ১৬ রান। গত কয়েক ম্যাচ ধরে ব্যাটে-বলে অবদান রেখে আসা মেহেদী হাসান মিরাজ ৪৬ বলে ৪টি চারে ৩০ রান করেন। এ ছাড়া তাওহিদ হৃদয় ১৩ ও তাসকিন আহমেদ ১৭ রান করেন।
নিউজিল্যান্ডের লকি ফার্গুসন সর্বোচ্চ ৩টি উইকেট নেন, ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ২টি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। এই দুই উইকেট দিয়ে ওয়ানডেতে ২০০ উইকেট পূর্ণ হয়েছে বোল্টের। একটি করে উইকেট পান মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।