তামিমের না থাকা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে মনে করেন আশরাফুল
টি-স্পোর্টসের হয়ে কাজ করতে এখন ভারতে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের ম্যাচগুলো কাছ থেকেই দেখছেন তিনি। ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসের সঙ্গে সেখানেই এক আলাপচারিতায় আশরাফুল বলেছেন, বিশ্বকাপের আগে তামিম ইকবালকে নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রভাব ফেলছে বাংলাদেশ দলের পারফরম্যান্সে।
প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে সহজ জয়ের পর টানা তিন ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। এই তিন ম্যাচে কোনো ধরনের প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশের ব্যাটমসম্যান কিংবা বোলাররা।
বাংলাদেশের এমন ছন্নছাড়া অবস্থার পেছনে তামিম ইকবালের না থাকার ভূমিকা দেখছেন আশরাফুল। পিঠের চোটে এই বাঁহাতি ওপেনারকে দলে নেওয়া হয়নি বলে জানানো হয় বিসিবির পক্ষ থেকে। এক্ষেত্রে নিউজিল্যান্ড এবং কেন উইলিয়ামসনের উদাহরণ টানলেন আশরাফুল, 'নিউজিল্যান্ডকে দেখুন। আইপিএল খেলতে গিয়ে উইলিয়ামসন চোট পেয়েছে। কিন্তু নিউজিল্যান্ড বিশ্বকাপে তাকে নিয়ে এসেছে। তামিমের ব্যাপারটাও ভিন্নভাবে সামলানো যেতো। সে এমন একজন যে কিনা ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আপনি তার সাথে এরকম আচরণ করতে পারে না।'
তামিমের এই বিষয় বাংলাদেশ দলকে প্রভাবিত করেছে বলে দাবি আশরাফুলের, 'তিন মাস আগেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ভালো ছিলো। সবকিছুই ঠিকঠাক লাগছিলো। এরপর তামিম চোট পেয়ে চলে গেল। আমরা সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছিলাম। কিন্তু বিশ্বকাপের পারফরম্যান্স হতাশাজনক। এই ফরম্যাটে আমাদের আফগানিস্তানের সমমানের খেলোয়াড়ও নেই। আপনি নবী আর রশিদকে দেখুন।'
বাংলাদেশের ক্রিকেটকে উন্নতি করতে হলে জাতীয় দলে খেলোয়াড়দের আসার রাস্তা আরো কঠিনতর করার পরামর্শ দিলেন আশরাফুল, 'অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২১, অনূর্ধ্ব ২৩ এবং 'এ' দল, এভাবে একজন খেলোয়াড়কে ধাপ অতিক্রম করে জাতীয় দলে আসা উচিত। আপনি দুই-একজন বিশেষ খেলোয়াড়ের ক্ষেত্রে ব্যতিক্রম করতে পারেন। কিন্তু সবার ক্ষেত্রে এমন হওয়া উচিত নয়। সরাসরি জাতীয় দলে চলে আসা ভালো কিছু হতে পারে না।'