গাজায় যুদ্ধবিরতি না দিলে ইসরায়েলি বন্দীদের মুক্ত করা যাবে না: হামাস
গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত ইসরায়েলি বন্দীদের মুক্ত করা যাবে না বলে রাশিয়ার কমার্স্যান্ট সংবাদপত্রকে জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা।
শুক্রবার (২৭ অক্টোবর) আবু হামিদ নামক হামাসের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে কমার্স্যান্ট জানায়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় যাদেরকে জিম্মি করা হয় তাদেরকে গাজা উপত্যকার বিভিন্ন স্থান থেকে খুঁজে বের করার জন্য যুদ্ধবিরতি প্রয়োজন।
বৃহস্পতিবার মস্কোতে যাওয়া হামাসের প্রতিনিধি দলের সদস্য আবু হামিদ বলেন, যুদ্ধের প্রথম দিন থেকেই তারা 'বেসামরিক বন্দীদের' মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছেন।
"১৯৪৮ সালে দখল করা অঞ্চলটিতে (ইসরায়েল) প্রবেশ করে ফিলিস্তিনি বেশকিছু উপদলের যোদ্ধারা বেশ কিছু মানুষকে বন্দী করে। তাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক," বলেন তিনি।
"গাজা উপত্যকায় তাদের খুঁজে বের করে এরপর মুক্তি দেওয়ার জন্য আমাদের সময় দরকার," বলেন তিনি।
আবু হামিদ আরও বলেন, গাজায় ইসরায়েলের বিমান হামলায় ইতোমধ্যে বন্দীদের মধ্যে ৫০ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের মতে, ৭ অক্টোবর হামলার সময় ২০০ জনেরও বেশি মানুষকে বন্দী করে হামাস।
গত শুক্রবার মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিকত্বের দুই বন্দিকে মুক্তি দেওয়ার পর হামাস এ সোমবার দুজন বয়স্ক ইসরায়েলি বেসামরিক নারীকে মুক্তি দেয়।
বন্দীদের নিয়ে দুই পক্ষের মধ্যস্থতার প্রচেষ্টা করার নেতৃত্বে রয়েছে মিশর ও কাতার।
এদিকে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২,৯১৩ শিশুসহ ৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
এর আগে ইসরায়েলে হামাসের হামলায় ১,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।