টস হেরে ফিল্ডিংয়ে জয়ের খোঁজে থাকা বাংলাদেশ
কলকাতার ডাকনাম 'সিটি অব জয়', আনন্দনগরী। নয়টি শহর গুরে বিশ্বকাপ এসেছে ভারতের এই শহরে। আরও দুটি ভেন্যুর মতো বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এখানকার লড়াই। আনন্দনগরীতে দুঃখ ঘোচানোর আশায় টানা চার ম্যাচ হারা বাংলাদেশ।
বিশ্বকাপে কোণঠাসা হয়ে পড়া বাংলাদেশ আজ নেদারল্যান্ডসের বিপক্ষে লড়ছে, তাদেরও জয় একটি ম্যাচে। টস ভাগ্য বিপক্ষে গেছে জয়ে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নামছে সাকিব আল হাসানের দল। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।
জয়ে ফিরতে বা নিজেদের পারফরম্যান্স উন্নতি করতে বাংলাদেশ কতোটা মরিয়া, তা সাকিবের চেষ্টাতেই বোঝা গেছে। বিশ্বকাপে ব্যাট হাতে বাজে সময় যাওয়ায় ব্যাটিং অনুশীলন করতে দেশে ফিরে যান অভিজ্ঞ এই অলরাউন্ডার। মিরপুরে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে কেবল ব্যাটিং নিয়েই কাজ করেন তিনি।
ডাচদের বিপক্ষে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। নাসুম আহমেদের জায়গায় খেলছেন শেখ মেহেদি হাসান। বাদ পড়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ, একাদশে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা ডানহাতি পেসার তাসকিন আহমেদ।
বিশ্বকাপে এর আগে একবারই নেদারল্যান্ডসের সঙ্গে সাক্ষাত হয়েছে বাংলাদেশের। ২০১১ বিশ্বকাপে সহ-আয়োজক বাংলাদেশ চট্টগ্রামে ডাচদের ৬ উইকেটে হারায়। তবে দলটির বিপক্ষে ওয়ানডেতে হারও আছে তাদের।
বিশ্বকাপের বাইরে এই ফরম্যাটে একবারের দেখায় ২০১০ সালে গ্লাসগোতে বাংলাদেশকে ৬ উইকেট হারিয়ে দেয় ডাচরা। কলকাতার এই মাঠে বাংলাদেশ এর আগে একটি ওয়ানডে খেলেছে। ১৯৯০ এশিয়া কাপের সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭১ রানে হেরে যায় তারা।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও'দাউদ, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডে লেডে, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ভ্যান বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।